• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

ফুটবল

চমক দেখাবে তিউনিসিয়া

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ মে ২০১৮

ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে খুব বেশি দিন সময় হাতে নেই। শেষ মুহূর্তের পরিকল্পনা আর কৌশল নিয়ে কাজ করছে অংশগ্রহণকারী দেশগুলো। মাঠের লড়াইয়ে এখন নিজেদের ঝালাই করে নেওয়ার পালা। এর মধ্যে অনেক দল স্বপ্ন বুনছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নাটকীয় পারফরম্যান্স দিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেওয়ার। তাদের মধ্যে রয়েছে তিউনিসিয়াও। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসরে নিজেদের পঞ্চমবারের উপস্থিতিতে চমকপ্রদ কিছু করে দেখানোর আশায় বুক বেঁধেছেন তিউনিসিয়ার ফরওয়ার্ড আনিস বদ্রি। ২৭ বছরের এই প্লেমেকারের আত্মবিশ্বাস, এবারের ফিফা বিশ্বকাপে নিজেদের জাত চেনাতে পারবেন তারা- ‘আমি নিশ্চিত, বিশ্বকাপে তিউনিসিয়া নিজেদের শক্তির জানান দিতে পারবে। শুনতে ভালো লাগে বলেই এমনটা বলছি না। ফিফা র্যাঙ্কিংয়ের ১৪তম স্থানে রয়েছি আমরা। এটাই প্রমাণ করছে আমরা কতটা ভালো দল। বিশ্বকাপের মাঠে আমরা সেটা প্রমাণ করতে যাচ্ছি।’

এর আগে বিশ্বকাপের মূল পর্বে চারবার খেলেছে তিউনিসিয়া। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, তারা একবারও গ্রুপ পর্বের বাধা ডিঙাতে পারেনি। কিন্তু এস্পারেন্স স্পোর্টিভ ডি তিউনিসের খেলা গড়ার কারিগরের বাজি, কোচ নাবিল মালউলের নেতৃত্বে চতুর্বর্ষীয় টুর্নামেন্টে প্রথম রাউন্ডের দুর্ভাগ্যটা ঝেড়ে ফেলবে তার দেশ। বেলজিয়াম, ইংল্যান্ড ও পানামাকে নিয়ে গঠিত কঠিন ‘জি’ গ্রুপে ভালো করতে চায় উত্তর আফ্রিকার দেশটি। সেই দৃঢ় প্রত্যয়ের কথা শোনা গেল বদ্রির কণ্ঠে, ‘পরিবর্তনের সময় চলে গেছে। আমরা জানি কীভাবে খেলা পরিচালনা করতে হয়। দল হিসেবে কীভাবে খেলতে হয়। দক্ষতা অর্জন করেছি আমরা। বল নিয়ন্ত্রণ করছি। আক্রমণে ব্যবধান গড়ে দিতে পারছি। প্রতিপক্ষদের নাস্তানাবুদ করে ছাড়ছি।’

ফ্রান্সের লিঁওতে জন্ম নেওয়া স্ট্রাইকার ২৭ বছরের বদ্রি ফরাসি ক্লাব লিল হয়ে পাড়ি জমান বেলজিয়াম ক্লাব রয়্যাল মাউসক্রোন-পেরুওয়েলজে। কিন্তু নিজেকে মাঠে ঠিক মনের মতো করে মেলে ধরতে পারছিলেন না। তাই ক্যারিয়ারের গতি বদলাতেই ২০১৬ সালে যোগ দেন তিউনিসিয়ান লিগ ক্লাব এস্পারেন্স স্পোর্টিভ ডি তিউনিসে। তাতে বেশ কাজও দিয়েছে। আমূল পাল্টে গেছেন আক্রমভাগের ফুটবলার বদ্রি, ‘প্রতিটি ক্ষেত্রে আমি উন্নতি করেছি। মানসিক, কৌশলগত ও শারীরিকভাবে এগিয়ে গেছি। আগের চেয়ে অনেক ভালো করে ম্যাচ খেলতে পারছি। সঠিক সময়ে সঠিক কাজটাই করে যাচ্ছি।’

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads