• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

ফুটবল

অ্যাটলোটিকোয় চূর্ণ ওয়েঙ্গারের স্বপ্ন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ মে ২০১৮

২২ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন আগেই। ভেবেছিলেন যাওয়ার আগে ভক্তদের উপহার দেবেন উয়েফা ইউরোপা লিগের শিরোপা। সুযোগও ছিল আর্সেন উইঙ্গারের। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে ডিয়াগো সিমিওনেরে দলের কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল দু’দল। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় তৃতীয়বারের মতো ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এদিকে অপর সেমির ফিরতি লেগে সালজবার্গের কাছে ২-১ গোলে হেরেও ফাইনালে উঠেছে মার্শেই। প্রথম লেগে নিজেদের মাঠে সালজবার্গেকে ২-০ গোলে হারিয়ে ছিল তারা। বৃহস্পতিবার রাতে ৬৫ মিনিটের মধ্যেই দুই গোল শোধ দিয়েছিল সালজবার্গ। অতিরিক্ত সময়ে ম্যাচের ১১৬ মিনিটে রোনালদোর গোলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে মার্শেই। আগামী ১৬ মে ফ্রান্সের লিঁওতে অনুষ্ঠিত হবে দু’দলের ফাইনাল। 

চলতি মৌসুম শেষেই আর্সেনালের কোচের পদ থেকে বিদায় নেবেন ওয়েঙ্গার। ক্লাবটির হয়ে ২২ বছরের কোচিং ক্যারিয়ারে এর আগে কখনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিততে পারেননি ফরাসি কোচ। প্রিমিয়ার লিগের বর্তমান অবস্থানে থেকে আর্সেনালের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে না। ইউরোপা লিগ জিতে সুযোগ ছিল ইউরোপের জিতে সুযোগ ছিল চ্যাম্পিয়নস লিগে খেলার। কিন্তু আর্সেনালের সেই স্বপ্নও ম্লান হয়ে গেল।

প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ফিরতি লেগে শাস্তি স্বরূপ ডাগআউটে ছিলেন না অ্যাটলেটিকোর কোচ ডিয়াগো সিমিওনে। এরপরও শিষ্যরা হতাশ করেননি আর্জেন্টাইন কোচকে।

যদিও ওয়ান্ডা মেট্রোপলিতানো স্টেডিয়ামে বর দখলের লড়াইয়ে স্বাগতিকদের চেয়ে এগিয়ে ছিলেন আর্সেনাল। কিন্তু গোলের সুযোগ তৈরি করতে বেগ পেতে হয় সফরকারীদের। এর মধ্যে ম্যাচের ১২ মিনিটে মারাত্মক আঘাত পেয়ে মাঠ ছাড়েন আর্সেনালের অধিনায়ক লরেন্টে কোসিলনি। এর ফলে ৩২ বছর বয়সী এই সেন্টার ব্যাককে রাশিয়া বিশ্বকাপে নাও পেতে পারে ফরাসিরা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন ডিয়াগো কস্তা। ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যানের বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে জড়ান ব্রাজিলীয় বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি আর্সেনালের ফুটবলাররা। ফলে গ্যানারদের আর ম্যাচে ফেরা হয়নি। ফলে কস্তার ওই গোলে ফাইনালে ওঠে অ্যাটলেটিকো। সঙ্গে ভঙ্গ হয় আর্সেন ওয়েঙ্গারের স্বপ্ন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads