• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

ফুটবল

থমকে আছে সাফ প্রস্তুতি

আগামী ১৫ মে ঘোষণা হতে পারে ফুটবলের নতুন হেড কোচের নাম

  • প্রকাশিত ১০ মে ২০১৮

রায়হানউদ্দিন রাসেল

কথায় আছে, ‘একটি সুন্দর শুরু যেকোনো কাজের অর্ধেক সাফল্য এনে দেয়’ বা ‘যুদ্ধের ভালো শুরু মানেই অর্ধেক বিজয়’। এই কথা ভেবে হয়তো আগেভাগে ঘরের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। কিন্তু জাতীয় দলের কোচ অ্যান্ড্রু অর্ডের বিদায়ের পর থমকে গেছে সবকিছু। আবারো ঘুমিয়ে পড়েছে জাতীয় দল। নেই কোনো কার্যক্রম। নতুন কোচ খোঁজার ঘোষণা দিয়েই যেন কাজ শেষ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

অথচ কী তোড়জোড়ই না শুরু হয়েছিল ঘুমিয়ে পড়া দেশের ফুটবলকে নিয়ে। সাফ ফুটবলকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতে বাজেট ধরা হয়েছিল প্রায় দেড় কোটি টাকা। দেশের ইতিহাসে সম্ভাব্য সর্বোচ্চ বাজেট এটি। নিয়োগ দেওয়া হয় গোলরক্ষক ও ফিটনেস কোচ। সাভারের বিকেএসপিতে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। এ ছাড়া কাতারের অত্যাধুনিক একাডেমিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পও করে মামুনুল-জাফর ইকবালরা। প্রায় ১৮ মাস পর প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলে বাংলাদেশ দল। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা।

কিন্তু এখন যেন শুধুই নিস্তব্ধতা। প্রায় ৪০ দিন হলো বিদায় নিয়েছেন জাতীয় দলের হেড কোচ অ্যান্ড্রু অর্ড। সঙ্গে গেছেন গোলরক্ষক কোচ জেসন ব্রাউন। এর মধ্যে মরচে ধরেছে ফুটবলারদের ফিটনেসে। হেড কোচের অপেক্ষায় আছেন ফিটনেস ট্রেনার মারিও। সব যেন থমকে আছে প্রধান কোচ না থাকায়।

নতুন হেড কোচ নিয়োগে এরই মধ্যে জল ঘোলা হয়েছে অনেক। কাটাছেঁড়া হয়েছে অনেক সিভি। গত মাসের মাঝামাঝি সময়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, ‘এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ।’

কিন্তু সেই এক সপ্তাহ শেষ হয়েছে, তিন সপ্তাহ আগে। হাইপ্রোফাইল বেশ ক’জন কোচের শর্ট লিস্ট করে বাফুফে। পছন্দের তালিকায় এগিয়ে আছেন ইরানের সাবেক সহকারী কোচ এনজিন ফিরাত। গুঞ্জন রয়েছে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী কোচ লোডভিক ডি ক্রুইফও। কিন্তু এতদিনে এসে প্রধান কোচের নাম ঘোষণার অপেক্ষায় রয়েছে বাফুফে। এখন শুধু প্রত্যাশিত কোচের সম্মতির অপেক্ষায় দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এশিয়ান নয় নতুন হেড কোচ হতে পারেন ইউরোপের কেউ। ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসের ১৫ তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে নতুন হেড কোচের নাম। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান তাবিথ আউয়াল জানান, ‘নতুন হেড কোচ বাংলাদেশের জন্য নতুন মুখ। চুক্তিটা আমরা সম্পন্ন করে কোচের যে এজেন্ট আছে তাকে দিয়ে রেখেছি। আমাদের টার্গেট ছিল এ মাসের মাঝামাঝি সময় তার নাম ঘোষণা করার। বর্তমানে অপেক্ষায় তার সঙ্কেত পাওয়ার। হয়তো উনি কিছুটা সময় নিচ্ছেন।’

এদিকে কোচ নিয়োগের আগেই ক্যাম্পের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে ফুটবল ফেডারেশন। আগামী ২০ মে থেকে বিকেএসপিতে শুরু হতে পারে জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের প্রাথমিক আবাসিক ক্যাম্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads