• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
জার্মানির মতো খেলতে চান মেসি

লিওনেল মেসি

সংরক্ষিত ছবি

ফুটবল

বিশ্বকাপ

জার্মানির মতো খেলতে চান মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ মে ২০১৮

লিওনেল মেসি চান রাশিয়া বিশ্বকাপে তার দেশ আর্জেন্টিনা খেলুক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মতো। চার বছর আগে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ করেছিল জার্মানিই। অতিরিক্ত সময়ে মারিও গোটজের গোলে ১-০তে হেরে যায় আর্জেন্টিনা। এবার রাশিয়ায় প্রতিশোধের সুযোগ পেলেও পেতে পারেন জর্জ সাম্পাওলির ফুটবলাররা। কিন্তু মেসির কথার মানে হলো, প্রতিশোধ নিতে হলে আর্জেন্টিনাকে খেলতে হবে জার্মানির মতোই।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আর্জেন্টিনার এক টিভি চ্যানেলে জার্মান ফুটবলের প্রতি তার অপরিসীম শ্রদ্ধার কথাই ব্যক্ত করলেন। সঙ্গে জানালেন, বিশ্বের সেরা ফুটবল পরিকাঠামো রয়েছে থমাস মুলারদের দেশেই এবং সেটাকেই ‘রোল মডেল’ করে এগোনো উচিত আর্জেন্টিনার।

মেসির পরিষ্কার মন্তব্য, ‘আমাদের দলের আরো জার্মানির মতো হয়ে ওঠা দরকার। ওদের মতোই প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে প্রস্তুতি শুরু করে না ওরা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে এগোয়।’ জার্মানির জাতীয় ফুটবল সংস্থা যেভাবে ২০২২ সাল পর্যন্ত ম্যানেজার জোয়াকিম লো’র সঙ্গে চুক্তি করে নিয়েছে তারও প্রশংসা করেন মেসি। বলেন, ‘এটার মানে দাঁড়াচ্ছে একটাই। এখনই ওরা পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সত্যিই এতটা ভাবা যায় না।’ এখানেই থামেননি দেশের হয়ে ১২৩টি ম্যাচ খেলে ফেলা আর্জেন্টাইন মহাতারকা। টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার আরো মন্তব্য, ‘অসাধারণ পরিকাঠামো আছে বলেই ওদের কখনো ভালো ফুটবলারের অভাব হয় না। চাইলে ওরা বিশ্বকাপে দুটি দল নামিয়ে দিতে পারে। কনফেডারেশন কাপে তো প্রায় সেটাই করেছিল জার্মানি। আর চ্যাম্পিয়নও হয়ে যায়।’

মেসি মনে করেন, জার্মান ফুটবল পরিকাঠামোর গভীরতার জন্যই তাদের প্রস্তুতির ধরনও সম্পূর্ণ আলাদা। ‘আমার সব সময়ই মনে হয়, জার্মানরা একেবারে অন্যরকমভাবে কাজ করে। অনেককে সুযোগ দেয়। প্রত্যেকে নিজের মতো খেলতে পারে। একেবারে শেষে চূড়ান্ত বিচার হয়। আমার তো তাই খুব ভালো লাগে ওদের সব কিছু’- বলেছেন মেসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads