• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
নেইমারের চাপ মুক্তির কান্না

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার

ছবি : ইন্টারনেট

ফুটবল

নেইমারের চাপ মুক্তির কান্না

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুন ২০১৮

খেলা শেষ হওয়ার পরে গ্যালারির দর্শকরা যে দৃশ্যটি দেখলেন তা হলো, মাটিতে হাঁটু গেড়ে নেইমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) দু’হাতে মুখ ঢেকে কাঁদছেন। গোলের পর গোল নষ্ট করতে করতে ব্রাজিলীয় তারকা এতটাই চাপে পড়ে গিয়েছিলেন যে, এটা হয়তো সেই চাপ মুক্তিরই কান্না!

লিওনেল মেসির আর্জেন্টিনা চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ব্রাজিল কেমন খেলে, সেটা দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। শুক্রবার বিকেলের ব্রাজিল কিন্তু খেলল ব্রাজিলের মতোই। পাসের বৈচিত্র, নিখুঁত পাস, ভাল ড্রিবল, উইং প্লে, ডাউন দ্য মিডল দৌড়ে বিপক্ষকে ছিন্নভিন্ন করা—এসবেই তো ব্রাজিলের ঐতিহ্য বলা যায়। বিশ্বকাপ যত এগোবে, তিতের টিমের খেলা আরো নিখুঁত হবে বলে ধারণা করছেন ফুটবলবোদ্ধারা।

অতিরিক্ত সময়ে দু’টো গোল থেকেই স্পষ্ট, ব্রাজিলের জেতার খিদেটা শেষ মিনিট পর্যন্ত ছিল। খেতাবের আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামা অনেক দলই ঘাবড়ে গিয়ে নিজেদের খেলা ভুলে যায়। গোল না পেলে তো পাহাড়প্রমাণ চাপ সব দলকেই মানসিকভাবে কোণঠাসা করে ফেলে। সে জন্যই আর্জেন্টিনা-জার্মানির এই দুর্দশা এবার। তিতের ব্রাজিল তা নয়। কোস্টারিকার সাত-আট জন নিজেদের বক্সে দাঁড়িয়ে। সেই চক্রব্যূহ ভেদ করে গোল করার দক্ষতা বা রণনীতি নেইমার-মার্সেলোদের আছে। ফেলিপে কুটিনহো এবং নেইমারের গোল, দু’টোই নাছোড় মনোভাবের ফসল। মেসি বা থোমাস মুলারের মধ্যে এই জেদ এখনো দেখা যায়নি। ক্রিশ্চিয়ানো রোনাদোর পর নেইমারের মধ্যে দেখা গেছে শুক্রবার। দেশের জার্সিতে ছাপান্নতম গোল করলেন নেইমারের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads