• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ

ছবি ইন্টারনেট

ফুটবল

দুই তারকার লড়াই

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

বয়সটা যে এরই মধ্যে ৩২ পেরিয়ে গেছে। এটিই হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ তারকার হাত ধরে ইউরো কাপের শিরোপা ঘরে তুলেছে পর্তুগাল। কোচ ফার্নান্দো সান্তসেরও তুরুপের তাস তিনি। এ নিয়ে সপ্তমবার বিশ্বকাপে খেললেও এখনো শিরোপার স্বাদ পায়নি পর্তুগিজরা। পাঁচবারের ব্যালনি ডি’অর জয়ী রোনালদো নিজেই চাইছেন রাশিয়া বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে। শুরুটাও করেছেন দুর্দান্তভাবে। রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ৩-৩ গোলে রুখে দেয় পর্তুগাল। সেই ম্যাচে হ্যাটট্রিক করে সিআর সেভেন। আর পরের ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় ইউরোপের দলটি। সেই ম্যাচের চতুর্থ মিনিটে রোনালদোর উড়ন্ত হেডের গোলে জয় পায় তারা। ফলে নিশ্চিত হয় দ্বিতীয় রাউন্ডের টিকেট। আর পরের ম্যাচে গোল না পেলেও ইরানের রক্ষণকে ব্যস্ত রাখেন রোনালদো।

চারটি গোল করে পর্তুগালকে নিয়ে এসেছেন শেষ ষোলোর লড়াইয়ে। বিশ্বকাপে পর্তুগালের পাঁচটি গোলের চারটিই করেন তিনি। আছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে। তাই রোনালদোকে আটকানোর ছক কষছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। নিজেদের ডি-বক্সের আশপাশে সিআর সেভেনকে ফাউল না করার জন্য শিষ্যদের নির্দেশ দিয়েছেন তিনি।

লুইস সুয়ারেজ (উরুগুয়ে)

ফুটবল বিশ্বকাপের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে। এক সময় ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দলটি ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকে নিজেদের শ্রেষ্ঠত্ব। তবে গত কয়েক বছরে নিজেদের সেই গৌরবোজ্জ্বল অতীত কিছুটা ফিরে পেতে শুরু করেছে ল্যাটিন আমেরিকার দলটি। ২০১১ সালে ফাইনালে প্যারাগুয়েকে ৩-০ হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল লুইস সুয়ারেজের দল। উরুগুয়ের এ পুনরুত্থানে যে ক’জন ভূমিকা রেখেছেন লুইস সুয়ারেজ তাদের মধ্যে অন্যতম। ২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর ১০১ ম্যাচে ৫৩ গোল করেছেন তিনি। সুতরাং ধারণা করা হচ্ছিল রাশিয়া বিশ্বকাপে প্রতিপক্ষের কোচদের মাথাব্যথার কারণ হবেন সুয়ারেজ। হয়েছেও তাই।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে উরুগুয়ে। প্রথম ম্যাচে মিসরের বিপক্ষে শেষ মিনিটের গোলে জয় পায় ল্যাটিন আমেরিকার দলটি। জিমেনেসের গোলের উৎস দাতা ছিলেন এই সুয়ারেজ। এ ছাড়া পরের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে তিনি নিজেই গোল করেছেন। সেই এক গোলেই জয় পায় উরুগুয়ে। আর পরের ম্যাচে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে, নিজে করেন এক গোল। তিন ম্যাচে ২ গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন সুয়ারেজ। পর্তুগালের বিপক্ষে বার্সা তারকা জ্বলে উঠলেই কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে দেখবে সমর্থকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads