• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
কাতারের পর বিকেএসপি

বিকেএসপি

সংরক্ষিত ছবি

ফুটবল

কাতারের পর বিকেএসপি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

কাতারে একটি প্রীতি ম্যাচসহ দুই সপ্তাহ অনুশীলন ক্যাম্প শেষে দেশে ফেরার পর জাতীয় দলের ফুটবলাররা আছেন ছুটিতে। আজ মঙ্গলবার বিকেএসপিতে আবার শুরু হবে অনুশীলন। সেখানে প্রতিদিন তিন সেশন অনুশীলন করবেন জাতীয় দলের খেলোয়াড়রা। ৩০ জুলাই দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা জাতীয় দলের।

কোরিয়ায় অনুশীলনের পাশাপাশি একাধিক ম্যাচ খেলতে পারে লাল-সবুজ দল। সব মিলিয়ে এশিয়ান গেমস ও সাফ ফুটবলের জন্য দেশে-বিদেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জাতীয় দলের কোচ জেমি ডে।

জেমি ডে বলেছেন, ‘কাতারে প্রচণ্ড গরমের মধ্যে আমাদের অনুশীলন করতে হয়েছে। মূলত ফিটনেস নিয়ে কাজ হয়েছে সেখানে। খেলোয়াড়রা এখন কয়েক দিন ছুটি পেয়েছে। এরপর বিকেএসপিতে আবার ক্যাম্প করে আমরা দক্ষিণ কোরিয়ায় যাব। সেখানে খেলোয়াড়রা আরো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। কাতারে ট্রেনিংয়ে ওদের যা যা দেখিয়েছি, অল্প সময়ের মধ্যে ওরা ভালোভাবে তা করতে পেরেছে।’

জাতীয় দলের ইংলিশ কোচ মনে করেন, আগামী মাসে এশিয়ান গেমস খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ‘এশিয়ান গেমসে তরুণদের পারফরম্যান্স দেখব। এ প্রতিযোগিতার অভিজ্ঞতা ছেলেরা সাফ ফুটবলে কাজে লাগাতে পারবে। সাফে সিনিয়রদের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, ওরা ৯০ মিনিট পারফর্ম করতে পারবে।’ এশিয়ান গেমসের পর সেপ্টেম্বরে বাংলাদেশে হবে সাফ ‍ফুটবল।

জেমি ডে আরো বলেছেন, ‘কাতারে প্রস্তুতি ম্যাচে আমরা সাতটা সুযোগ পেয়েছিলাম। সেগুলো থেকে গোল করা উচিত ছিল। শাখাওয়াত রনি খুব ভালো করেছে ওখানে। ইমন বাবু ১০ নম্বর হিসেবে খেলেছে। সাদ দারুণ খেলোয়াড়। সেট পিস নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। বাফুফে সভাপতিও এটার কথা আমাদের বলেছেন।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাস রুপুর কথা, ‘কাতারে প্রস্তুতি ম্যাচে দুই হাফে দুটি দলকে খেলিয়েছেন কোচ। দেখা যাক, ৯০ মিনিটের ম্যাচে ফুটবলাররা কী করে।’ সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেছেন, ‘কাতারে ছেলেদের পারফরম্যান্সে আমরা খুশি। বিকেএসপিতে দ্বিতীয় পর্বের ক্যাম্পে ট্যাকটিক্যাল বিষয়ে জোর দেওয়া হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads