• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
রোনালদোহীন জুভেন্টাসের জয়ে দিবালার হ্যাটট্রিক

হ্যাট্রিকের পর উল্লসিত জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা দিবালা

ছবি : ইন্টারনেট

ফুটবল

রোনালদোহীন জুভেন্টাসের জয়ে দিবালার হ্যাটট্রিক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৮

স্টেডিয়ামে উপস্থিত থাকলেও নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার অভাব এতটুকু টের পেতে দেননি পাউলো দিবালা। এই আর্জেন্টাইনের হ্যাটট্রিকে ১০ জনের ইয়াং বয়েজকে সহজেই হারিয়েছে জুভেন্টাস। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের জয় ৩-০ গোলে।

আলিয়েঞ্জ স্টেডিয়ামে দিবালা একাই গড়ে দিয়েছেন ব্যবধান। তার হ্যাটট্রিকের মুহূর্তটা গ্যালারিতে বসে দেখেছেন রোনালদো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় ঘরের মাঠে ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচ বাইরে বসে উপভোগ করলেন তিনি।

ম্যাচে জুভেন্টাস মাত্র পঞ্চম মিনিটেই এগিয়ে যায়। লিওনার্দো বনুচ্চির বাড়ানো লম্বা পাস ভলিতে সুইস ক্লাবটির জালে জড়িয়ে দিয়ে প্রথমবার স্কোরশিটে নাম তোলেন দিবালা। দ্বিতীয় গোলের জন্য আরো মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে ভাগ্য সহায় না হওয়ায় পোস্টে বল রাখতে পারছিল না তারা। ইয়াং বয়েজের গোলরক্ষকের ‍কৃতিত্বকেও খাটো করে দেখার সুযোগ নেই।

তবে ৩৩ মিনিটে গিয়ে আর পারেনি সফরকারীরা। দিবালা আরেকবার জ্বলে উঠলে দ্বিতীয় গোল হজম করে তারা। বক্সের বাইরে থেকে নেওয়া মাতুইদির জোরালো শট ঠিকমতো আটকাতে পারেননি সুইস ক্লাবটির গোলরক্ষক। ছুটে আসা বলে ফাঁকায় পাওয়া সুযোগটা মোটেও হাতছাড়া করেননি দিবালা।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি কমেনি তাদের। গোলের জন্য চেষ্টা চালাতে থাকে। ৬৯ মিনিটে গোলও পেয়ে যায় তারা। আর এবারো গোলদাতা সেই দিবালা। হুয়ান কুয়ারদাদোর পাস থেকে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads