• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সাফের ফাইনালে বাংলার কিশোরীরা

অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নিয়েছে বাংলার কিশোরী ফুটবলাররা।

সংরক্ষিত ছবি

ফুটবল

সাফের ফাইনালে বাংলার কিশোরীরা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৮

বাংলাদেশের নারী ফুটবল মানেই জয়। নারী ফুটবল মানেই ফাইনাল। গত কয়েক বছর ধরে কৃষ্ণা-সাবিনাদের ধারাবাহিক সফলতায় এমন ভাবনাটাই বাস্তবতা। সেটা হোক জাতীয় দল কিংবা বয়সভিত্তিক পর্যায়ে। আন্তর্জাতিক যেকোনো আসরেই এখন বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষের জন্য বড় হুমকিস্বরূপ। গত এক বছরে চারটি টুর্নামেন্টের প্রতিটিতেই ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে তিনটিতেই চ্যাম্পিয়ন। অতীত ধারাবাহিকতার জের ধরে এবার সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নিয়েছে বাংলার কিশোরী ফুটবলাররা।

গতকাল চাংলিমিথাং স্টেডিয়ামে রোমাঞ্চকর সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে পরাস্ত করে ফাইনালের টিকেট কব্জা করে মিসরাত জাহান মৌসুমীর দল। ম্যাচে একটি করে গোল করেন সানজিদা আক্তার, মিসরাত জাহান মৌসুমী, কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার। আগামীকাল একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।      

এদিকে, দিনের আরেক সেমিফাইনালে ভারতকে ৩-১ (১-১) গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছে নেপাল। ম্যাচের মূল ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র ছিল। অবশেষে টাইব্রেকারে ৩-১ গোলে জয় পায় নেপালি মেয়েরা। বিদায় ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে এই হিমালয় কন্যাদের ২-০ গোলে ধরাশায়ী করে কৃষ্ণা-মৌসুমীরা।

ভুটানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই জয়ের নেশায় মত্ত ছিল কিশোরীরা। দ্বিতীয় মিনিটেই পেয়ে যায় গোলের দেখা। সানজিদার গোলে লিড নেয় সফরকারীরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী (২-০)। দ্বিতীয়ার্ধেও ভুটানকে চাপে রেখে খেলতে থাকে আঁখি-তহুরারা। ৬০ মিনিটে কৃষ্ণা রানী সরকার ব্যবধান ৩-০-তে নিয়ে যান। আর শেষ গোলটি করেন শামসুন্নাহার। পেনাল্টি থেকে গোল করে ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরোয়ার্ড (৪-০)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads