• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
ধর্ষণ মামলায় চাপে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

সংগৃহীত ছবি

ফুটবল

ধর্ষণ মামলায় চাপে রোনালদো

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৮

রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন নতুন চ্যালেঞ্জের আহ্বানে সাড়া দিয়ে। নতুন চ্যালেঞ্জের ডাকে সাড়া দিতে গিয়ে পর্তুগিজ এ মহাতারকা আটকে পড়ে ছিলেন গোলখরার ফাঁদে। যার থলিতে জমা আছে ভূরি ভূরি গোলের ডালা। প্রতিপক্ষের জালে বল জড়ানো যার কাছে ছেলের হাতের মোয়া। সেই রোনালদোর কাছে গোল যেন সোনার হরিণ হয়ে পড়েছিল। ইতালিয়ান সিরি এ অভিষেক গড়িয়ে তৃতীয় ম্যাচ খেলে ফেলেন। কিন্তু গোলের দেখা নেই। চতুর্থ ম্যাচে সাসুলোর বিপক্ষে এসে জোড়া গোলে কাটান খরা। পরের ম্যাচে ফ্রোসিননের বিপক্ষেও জুভ শিবিরকে গোল উপহার দেন রোনালদো। এর পর ছন্দ পতন মেগাস্টারের দুরন্ত পারফরম্যান্সে। ফের গোল শূন্যতায় ভুগে চলেছেন। পরের দুই ম্যাচ বলোনা ও ন্যাপোলির বিপক্ষে গোল পাননি। বিয়ানকোনেরি শিবিরের হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচে গোল পেয়ে খেয়েছেন লাল কার্ড। নেপথ্যে অন্য কারণ নেই? কিন্তু কেন? মাঠের বাইরে যে রোনালদো মোটেই সুখে নেই। বিতর্কে জড়িয়ে জীবনটাই এখন এলোমেলো হওয়ার জোগাড়। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে শান্তিতে খেলে যেতে পারছেন তো রোনালদো? তার পারফরম্যান্সে বিতর্ক কিছুটা হলেও প্রভাব তো ফেলবেই।

ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ নেই। ২০১৬ সালের নভেম্বরে নাইকির সঙ্গে স্বাক্ষরিত এক বিলিয়ন ডলারের (৭৬৮ মিলিয়ন পাউন্ড) আজীবন স্পন্সর চুক্তি যে বাতিল হওয়ার শঙ্কায়। ২০০৩ সাল থেকে নাইকি বুট চুক্তি ও পার্টনারশিপ নিয়ে দুপক্ষের একসঙ্গে ১৫ বছরের পথ চলা এখন হুমকির মুখে। রোনালদোকে নিয়ে ৭০ ধরনের বুট প্রস্তুতকারী যুক্তরাষ্ট্রের এ ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান রোনালদোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘বিরক্তিকর অভিযোগ নিয়ে আমরা প্রচণ্ড রকমের উদ্বিগ্ন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাব।’ রোনালদোর সঙ্গে চুক্তি করা যুক্তরাষ্ট্রের স্পোর্টস গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসও একই সূরে কথা বলেছে, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য আমরা জেনেছি। পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি। আমাদের প্রত্যাশা, কাভার অ্যাথলেট ও শুভেচ্ছাদূতরা এমন আচরণ করবেন যেটা ইএ-র মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

জার্মান ম্যাগাজিন ডার স্পিগেলের অভিযোগ, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে ক্যাথরিন মায়োর্গা নামের নারীকে ধর্ষণ করে ছিলেন রোনালদো। ৩ লাখ ৭৫ হাজার ডলার দিয়ে মায়োর্গার মুখবন্ধ রেখেছিলেন তিনি। ৩৩ বছরের এই সুপারস্টার অবশ্য শুরু থেকেই জোড় গলায় ‘ভুয়া খবর’ বলে অভিযোগটি অস্বীকার করে যাচ্ছেন। বুধবার টুইটারে এক বিবৃতিতে ধর্ষণকে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করে নিজেকে নিরপরাধ দাবি করেন। সঙ্গে জানান, নিজেদের প্রচারণার জন্য গণমাধ্যম মনগড়া খবর প্রকাশ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক শিক্ষক ৩৪ বছরের মায়োর্গার আইনজীবী লেসলি স্টোভাল জানান, সাম্প্রতিক সময়ে হ্যাশ ট্যাগ মি টু আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই ঘটনা নিয়ে মুখ খোলেন ভুক্তভোগী ওই নারী। ঘটনা প্রকাশের পরপরই লাস ভেগাস পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মায়োর্গা। পুলিশ মামলাটি নিয়ে পুনরায় তদন্ত শুরু করেছে।

ক্যারিয়ারের খারাপ সময়ে রোনালদো পাশে পেয়েছেন নতুন ক্লাব জুভেন্টাসকে। ছোট্ট এক টুইট বার্তায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা প্রশংসায় ভাসিয়েছেন ৯৯.২ মিলিয়ন পাউন্ডে কেনা পাঁচ বারের ব্যালন ডিঅর জয়ীকে, ‘সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদো তার অসাধারণ পেশাদারিত্ব ও ত্যাগ স্বীকারের প্রমাণ রেখেছেন। যা জুভেন্টাসের সবার প্রশংসা কুড়িয়েছে।’

তবে পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে আন্তর্জাাতিক ম্যাচের পর্তুগাল স্কোয়াড থেকে ছিটকে গেছেন রোনালদো। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস জানান, তিনি, রোনালদো এবং পর্তুগিজ এফএ প্রধানের কপোকথনের পরই এই সিদ্ধান্ত হয়েছে। তবে ভবিষ্যতে জাতীয় দলে তার খেলা কোনো বাধা নেই। সন্দেহ নেই, মানসিক ভাবে চাপের মধ্যে আছেন এ তারকা স্ট্রাইকার। নিশ্চিত মাঠের বাইরের বিষয়টা বাইরে রাখার চেষ্টা করে যাচ্ছেন রোনালদো। মনোযোগ দিয়ে অনুশীলনও করে যাচ্ছেন জুভেন্টাসের হয়ে। আজ রাতে লিগ ম্যাচে উদিনেসের মাঠে আতিথ্য নিতে যাচ্ছে জুভেন্টাস। হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসা ঝামেলাটা সরিয়ে নিজেকে মেলে ধরতে পারেন কি রোনালদো? উত্তরটা সময়ই বলে দেবে!

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads