• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
আরেক শিরোপার সামনে বাংলাদেশ নারী দল

অনূর্ধ্ব-১৮ সাফ নারী ফুটবল দল

ছবি : ইন্টারনেট

ফুটবল

আরেক শিরোপার সামনে বাংলাদেশ নারী দল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮

বাংলাদেশ নারী ফুটবল দলের আজ রোববার আরেকটি শিরোপা লাভের মিশন। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ খেলবে নেপাল দলের সঙ্গে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। একই দিন  বেলা সাড়ে ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক ভুটান।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়। আর রানার্সআপ হয় ভুটান। অপরদিকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত এবং রানার্সআপ হয় নেপাল। সেমিফাইনালে স্বাগতিকদের ৪-০ গোলে হারায় বাংলাদেশ। আর নেপাল ২-১ গোলে শক্তিশালী ভারতকে পরাজিত করে অপর সেমিফাইনালে। গ্রুপ পর্বে মারিয়া-কৃষ্ণাদের বাংলাদেশ ১৭-০ গোলে পাকিস্তানকে এবং ২-১ গোলে নেপালকে হারিয়ে দেয়।

শিষ্যদের দাপুটে ফুটবলে খুশি বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘আমরা গত ম্যাচগুলোর ভুলত্রুটি নিয়ে আলোচনা করেছি। সেগুলো শুধরে নিয়েই ফাইনালে নামতে হবে। যেহেতু আমরা ফাইনালে উঠেছি, সেহেতু আমাদের একটাই লক্ষ্য- শিরোপা জেতা। নেপাল ম্যাচে মেয়েদের খেলা আরো বদলে যাবে। কেননা, সেমিফাইনালে মেয়েরা স্থানীয় দর্শকের সামনে খেলেছে। চাপ ছিল। ফাইনালে সেই চাপ নেই।’

হালকা চোটের কারণে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলেননি মূল স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। ফাইনালে এই ফরোয়ার্ডকে পাওয়া যাবে বলেও জানান রব্বানী, ‘স্বপ্না থাকলে আমাদের খেলায় আরো গতি থাকত। আসলে স্বপ্নাকে বিশ্রাম দেওয়া জরুরি দরকার ছিল।’

গত মাসে এএফসি অনূর্ধ্ব-১৬ ‘এফ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ (সাউথ অ্যান্ড সেন্ট্রাল), ২০১৬ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ (সাউথ অ্যান্ড সেন্ট্রাল), ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব (সাউথ অ্যান্ড সেন্ট্রাল), ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ এবং ২০১৮ সালে হংকংয়ের ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্টের শিরোপা লাভ করে বাংলাদেশের মেয়েরা।

নেপালকে হারিয়ে আজ আরো একটি শিরোপা জিততে চায় বাংলাদেশ। যেখানে পুরুষ ফুটবল দল একের পর এক ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, সেখানে নারী দলের সাফল্য গৌরব এনে দিচ্ছে বাংলাদেশকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads