• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

গোলের পর উচ্ছ্বসিত বাংলাদেশের মেয়েদের

সংগৃহীত ছবি

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৮

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮

টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জয় করে নিলো বাংলাদেশ।

নেপালকে ১-০ গোলে হারিয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ভুটানে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হয় ম্যাচটি। খেলার একমাত্র গোলটি করেন মাশুরা পারভীন। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। জবাবে নেপাল বাংলাদেশকে কোনো গোল দিতে পারেনি। 

কিছুদিন আগে এই ভুটানেই অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। সে হতাশার রেশ কাটতে না কাটতেই অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নেমে পড়ে বাংলাদেশের মেয়েরা। এবার প্রতিপক্ষ ভারত নয়, নেপাল। যাদের বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেয়েছিল স্বপ্না-সানজিদারা। ফাইনালেও তাদের হারিয়ে শিরোপার উল্লাস করে লাল-সবুজের দল।

গত বছর ডিসেম্বরে ঢাকায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার আরেকটি শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।

রোববার মাঠে নেমে শুরু থেকেই আক্রমণ চালায় মারিয়া-কৃষ্ণা-স্বপ্নারা। তবে প্রথমার্ধে নেপালের জালে বল জড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে তারা। ম্যাচের ৪৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। ফ্রি-কিক থেকে ডি-বক্সে বল পেয়ে হেডে গোল করেন মাসুরা পারভীন। আর তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর লড়াইয়ে নামে নেপালও। ৫১তম মিনিটে গোলের সুযোগও পেয়ে যায় তারা। তবে বাংলাদেশের রক্ষণভাগের দক্ষতায় গোল পায়নি নেপাল। এরপর বেশকটি সুযোগ পায় বাংলাদেশ, তবে সুযোগ আর কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ৭০ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ পেয়েছিল নেপাল। অবশ্য সে সুযোগ পাওয়ার আগেই বল সেভ করেন গোলরক্ষক রূপনা চাকমা। শেষদিকে লড়াই চালিয়েও আর বাংলদেশের জালে বল জড়াতে পারেনি নেপাল। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ ব্যবধানে ও দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে নেপালকে হারিয়ে গ্রুপ এ‘র থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছিল গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। অন্যদিকে, সেমিতে নেপালকে হারাতে পারেনি ভারত। ১-১ গোলে ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে গিয়ে পৌছায় ম্যাচ। সেখান থেকে ৩-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের কাছে গ্রুপ পর্বে হারা নেপাল।

হাঁটুর চোটের কারণে সেমিফাইনালে বিশ্রামে থাকার পর চোট কাটিয়ে এই ম্যাচে মাঠে নামেন দলের এই অন্যতম প্রধান অস্ত্র সিরাত জাহান স্বপ্না। এই টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে ৮ বার বল পাঠিয়েছেন বাংলাদেশি এই ফুটবলার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads