• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
সাফজয়ী মেয়েদের সংবর্ধনা

বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন

ফুটবল

সাফজয়ী মেয়েদের সংবর্ধনা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৮

ভুটানে সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৮ ওমেন্স চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন। গতকাল বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। দলের ২৩ ফুটবলার ছাড়াও কোচ, সহকারী কোচ, ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানটির তৈরি ফ্রিজ। এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদী এমপি, বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী।

সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘তোমাদের খেলতে হবে, জিততে হবে। আমরা এমন অনুষ্ঠান বার বার আয়োজন করতে চাই। তোমাদের দৃষ্টি থাকবে ভবিষ্যতের দিকে। আগামী দিনে তোমরা তাজিকিস্তান খেলতে যাবে। সেখানে আরো বড় দলের সঙ্গে ফাইট দিতে হবে। সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। সেখানেও তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে।’

দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। সেটা আমরা হতে পেরে খুব খুশি। সামনে আরো অনেক টুর্নামেন্ট খেলতে হবে এবং সেখানে ভালো করাটাই লক্ষ্য। আজ এ সম্মান ও পুরস্কার আমাদের আরো অনুপ্রাণিত করবে ভবিষ্যতে ভালো খেলার।’ স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের প্রতিনিধি এফএম ইকবাল বীন আনোয়ার ডন বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কৃত করব। সে প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। তবে আমরা শুধু অনূর্ধ্ব-১৮ সাফজয়ী দলকেই নয়, বাফুফের ক্যাম্পে থাকা ৪৪ ফুটবলারকেই একই পুরস্কার প্রদান করব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads