• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
যাচ্ছেন লোপেতেগুই আসছেন কন্তে!

চেলসির সাবেক কোচ অ্যান্তোনিও কন্তে

ছবি : সংগৃহীত

ফুটবল

যাচ্ছেন লোপেতেগুই আসছেন কন্তে!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৮

গুঞ্জন পাখা মেলেছে আকাশে। দলের দুরবস্থা কাটাতে কোচ বদলাতে যাচ্ছে রিয়াল। সিদ্ধান্তটা হয়েই গেছে। অপেক্ষা এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার। চেলসির সাবেক কোচ অ্যান্তোনিও কন্তে নাকি গ্যারেথ বেল-করিম বেনজেমাদের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন। এও শোনা যাচ্ছে, নতুন কোচ আসতে বিলম্ব হলে রিয়াল ‘বি’ দলের কোচকে আপৎকালীন দায়িত্ব দেওয়া হতে পারে।

‘আমৃত্যু কোচ জুলেন লোপেতেগুইয়ের পাশে আছে ফুটবলাররা’- কথাটা পুনরায় জানান রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ‘কথার কোনো নড়চড় হবে না। শেষ পর্যন্ত আমরা কোচকে সমর্থন করে যাব।’ লোপেতেগুইকে বরখাস্ত করা হোক সেটা দেখতে চান না প্রতিপক্ষ বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভারদেও। কিন্তু রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সেটা শুনলে তো। দল যে এখন সঙ্কট বললে ভুল হবে, চরম সঙ্কটে পড়েছে। এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে রিয়ালের লজ্জাজনক হারই তার প্রমাণ।

ইতালির সাবেক কোচ কন্তে জুভেন্টাসেও রাজত্ব করে এসেছেন। ইতালিয়ান এ জায়ান্ট ক্লাবকে উপহার দিয়ে এসেছেন টানা তিন সিরি-এ ট্রফি। প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপ জেতার পর জুলাইয়ে চেলসি ছাড়েন কন্তে। হাতে এখন কোনো কাজ নেই তার। তাই কন্তেকে দলে টানতে তেমন কোনো সমস্যা পোহাতে হবে না রিয়ালকে।

কোচ জিনেদিন জিদানের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ে পারফরম্যান্স খারাপ হতে থাকে রিয়ালের। স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে টানা পাঁচ ম্যাচ ধরে জয়বঞ্চিত রিয়াল। সেভিয়া-আটলেটিকো মাদ্রিদ-আলাভেস-লেভান্তে-বার্সেলোনার বিপক্ষে হার-ড্র-হার-হার-হার সান্তিয়াগো বার্নাব্যুর ফুটবলাদের আত্মবিশ্বাসটাই ভেঙে যাওয়ার প্রমাণ। অবস্থা এখন এতটাই খারাপ যে, লা লিগার পয়েন্ট তালিকার নবম স্থানে নেমে গেছে রিয়াল। ১০ ম্যাচে তাদের সংগ্রহ সর্বসাকুল্যে ১৪ পয়েন্ট। বার্সেলোনার চেয়ে পরিষ্কার সাত পয়েন্টে পিছিয়ে তারা। গত ১৭ বছরের মধ্যে মৌসুমের শুরুতে এতটা খারাপ কখনো খেলেনি রিয়াল। এত কিছুর পর লোপেতেগুইয়ের চাকরি থাকে কী করে?

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads