• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ডর্টমুন্ডে ধরাশায়ী বায়ার্ন

সংগৃহীত ছবি

ফুটবল

ডর্টমুন্ডে ধরাশায়ী বায়ার্ন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

শ্বাসরুদ্ধকর লিগ ম্যাচে পিছিয়ে পড়েছিল শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ড। আর জয়ের স্বপ্ন বুনে চলেছিল চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিন্তু ৬ মিনিটের ব্যবধানে ডর্টমুন্ডের দুই গোলে ম্যাচের হিসাবটাই উল্টে যায়। রবার্ট লেওয়ানডোস্কির জোড়া গোলও হারের লজ্জা থেকে বাঁচাতে পারেনি বায়ার্ন শিবিরকে। বাভারিয়ান শিবিরকে ৩-২ গোলে ধরাশায়ী করে বাঁধভাঙা উচ্ছ্বাসেই যেন মেতে ওঠে ২০১২ সালে সবশেষ জার্মান লিগজয়ী স্বাগতিক ডর্টমুন্ড।

পুরো ক্লাবের জালে বল জড়িয়ে মাঠের নীরবতা ভাঙেন লেওয়ানডোস্কি। সার্জ গনবারির উড়িয়ে দেওয়া বলে মাথা ছুঁয়ে অতিথি বায়ার্নকে লিড এনে দেন তিনি। পরে মার্কো রেউসের পেনাল্টি গোলে সমতায় ফেরে স্বাগতিক ডর্টমুন্ড। বায়ার্ন গোলবারের অতন্দ্র প্রহরী ম্যানুয়েল নয়ারের ফাউলের শিকার হয়ে পেনাল্টি পান মার্কো রেউস।

হেড থেকে ফের বায়ার্নকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেওয়ানডোস্কি। কিন্তু দ্বিতীয়ার্ধে রেউস ও পাকো আলকাসেরের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড। ৯৪ মিনিটে আরো একটি গোল দিয়ে ফেলেছিলেন লেওয়ানডোস্কি। হ্যাটট্রিক হয়েছে ভেবে উদযাপনও শুরু করে দেন তিনি। কিন্তু অফসাইড ফ্লাগ তুলে তার সেই উদযাপন থামিয়ে দেন লাইনসম্যান।

২৭ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে এখন বরুশিয়া ডর্টমুন্ড। ১১ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া মনচেনগ্লাডবাখ। সমান ম্যাচ শেষে ডর্টমুন্ডের চেয়ে সাত পয়েন্টে পিছিয়ে গত ছয়বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন এখন তিনে অবস্থান করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads