• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

খেলা

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড

প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশের স্বর্ণপদক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৮

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রোবট অলিম্পিয়াডের ২০তম আসরে তিনটি ক্যাটাগরিতে স্বর্ণপদকসহ মোট চারটি পদক জিতেছে বাংলাদেশের চারটি দল। চলতি মাসের ১৫ তারিখ থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হওয়া এবারের আসর চলে গতকাল ১৯ ডিসেম্বর পর্যন্ত। যদিও মঙ্গলবার শেষ হয় অলিম্পিয়াডের মূল পর্ব। ওইদিন ‘ক্রিয়েটিভ ক্যাটাগরি (জুনিয়র)’ গ্রুপে স্বর্ণপদক জেতে বাংলাদেশের দল ‘রোবো টাইগার্স’। ঢাকার চিটাগাং গ্রামার স্কুলের শিক্ষার্থী কাজী মোস্তাহিদ লাবিব, তাফসির তাহরীম এবং ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মেহের মাহমুদ আছেন এই দলে। স্বর্ণপদকের পাশাপাশি ‘রোবো চ্যালেঞ্জারস’ দলের হয়ে ‘রোবট ইন মুভি (জুনিয়র)’ গ্রুপে ‘হাইলি কমেনডেন্ড’ পদক পান সানবীমস স্কুুলের নাশীতাত যাইনাহ রহমান এবং আগা খান স্কুলের যাহরা মাহজারীন। রোবো টাইগার্সও এ ক্যাটাগরিতে একই সম্মানজনক পুরস্কার জিতেছে।

‘ক্রিয়েটিভ ক্যাটাগরি (সিনিয়র)’ গ্রুপ ‘টেকনিক্যাল’ পদক অর্জন করেন লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. খায়রুল ইসলাম এবং ঢাকা কলেজের সানি জুবায়েরের দল ‘টিম বাংলাদেশ’।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে যাওয়ার আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত আঞ্চলিক কর্মশালা ও ধারাবাহিক প্রশিক্ষণ চলে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দেশের প্রথম রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব। সেখানে ৭ থেকে ১২ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা দুই ক্যাটাগরিতে মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক বুদ্ধি প্রতিযোগিতায় অংশ নেন। সেখান থেকে নির্বাচিতদের ক্যাম্পের মাধ্যমে ধারাবাহিক প্রশিক্ষণ ও বাছাইয়ের পর আট সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads