• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বসুন্ধরার টানা চতুর্থ জয়

বসুন্ধরা ফুটবলটিম

ছবি : ইন্টারনেট

ফুটবল

বসুন্ধরার টানা চতুর্থ জয়

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারায় আছে বসুন্ধরা কিংস। গতকাল শনিবার মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে নবাগত দলটি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ৩-১ গোলে জেতে বসুন্ধরা কিংস। টানা চার জয়ে ১২ পয়েন্ট তাদের। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীরও পয়েন্ট ১২। তবে আবাহনী এক ম্যাচ বেশি খেলেছে। পাঁচ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৬। গতকাল ম্যাচের সপ্তম মিনিটে দেলিয়েল কলিনদ্রেস সোলেরার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন সুশান্ত ত্রিপুরা। ১৯তম মিনিটে জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতো স্পট কিকে মুক্তিযোদ্ধা সংসদকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে দারুণ খেলা বসুন্ধরা আরো দুই গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে নেয়। ৭০তম মিনিটে মতিন মিয়া দলকে ফের এগিয়ে নেওয়ার চার মিনিট পর ব্যবধান বাড়ান কোস্টারিকার ফরোয়ার্ড সোলেরা। দিনের অপর ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ২-২ গোলে নওফেল ক্লাবের সঙ্গে ড্র করেছে। রহমতগঞ্জ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়েছে। ম্যাচের ২৫ মিনিটে রহমতগঞ্জের জুনাপিও ও ৩০ মিনিটে ওসাগিও গোল করেন। ৫১ মিনিটে নওফেলের রোমান ও ৬২ মিনিটে ইসমাইল বাঙ্গুরা গোল করেন। রহমতগঞ্জের পয়েন্ট ৩। আর নওফেলের পয়েন্ট ১।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads