• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ফুটবল

চিলিকে হারিয়ে সেমিতে ব্রাজিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ জুলাই ২০২১

চিলিকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস পাকুয়েতার গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

শনিবার ভোরে রিও ডি জেনিরোর এস্তাদিও নিল্টন সান্তোস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। ম্যাচের ৪৬ মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় তিতের শিষ্যরা। এরপর ৫৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। তবুও আর ম্যাচে ফিরতে পারেনি চিলি।

ম্যাচের ৬২তম মিনিটে ব্রাজিলের জালে বল ঢুকিয়েছিল চিলি। তবে অফ-সাইডের কারণে সেটিকে গোল ধরা হয়নি। ফ্রি-কিক থেকে আসা বল বক্সের মধ্যে পেয়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন এডুয়ার্ডো ভার্গাস। পাকুয়েতার করা গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, বর্তমান চ্যাম্পিয়নদের পৌঁছে দেয় সেমিফাইনালে।

এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেরু।

উল্লেখ্য, ব্রাজিল গ্রুপের চার ম্যাচের ৩টিতে জয় ও ১টিতে ড্র করে কোয়ার্টারে উঠেছে। অন্যদিকে চিলি ৪ ম্যাচের মধ্যে জিতেছে ১টিতে, ২টি ড্র করেছে ও ১টি হেরেছে।

সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১৬ বারের সম্মুখ সমরে চিলি মাত্র ১ বার ব্রাজিলকে হারাতে পেরেছে। ব্রাজিল জিতেছে ১৩টি ম্যাচ। ২টি ম্যাচ ড্র হয়েছে। শেষবার ২০০৭ কোপার কোয়ার্টার ফাইনালে চিলিকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads