• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

ফাইল ফটো

আজকের পত্রিকা

হাসিনা-মোদি বৈঠক হতে পারে লন্ডনে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৮

চলতি মাসে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের মধ্যে লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠক করতে পারেন তিনি। ভারতের আনন্দবাজার পত্রিকার দেওয়া বৈঠকের তথ্যের সত্যতা স্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানিয়েছেন, কমনওয়েলথের সম্মেলনের ফাঁকে ওই বৈঠক আয়োজনে কাজ করছে দুই দেশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যেকোনো ধরনের সাক্ষাৎকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে ভারত। নয়াদিল্লি সার্বক্ষণিক নজর রাখছে বাংলাদেশের পরিস্থিতির ওপর। আনন্দবাজার পত্রিকার সাম্প্রতিক খবরে বলা হয়েছে, প্রতিবেশী দেশে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা বা জঙ্গি হামলার মতো ঘটনার ব্যাপারে সতর্ক ভারত। লন্ডনে হাসিনা-মোদির বৈঠকে দ্বিপক্ষীয় অনেক বিষয় ছাড়া নির্বাচন নিয়েও কথা হবে বলে জানিয়েছে পত্রিকাটি।

আগামী ১৬-২০ এপ্রিল লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর (৫৩ জাতি) সরকারপ্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যুক্তরাজ্য যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লন্ডনে বৈঠক হলে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। কথা হবে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও। কট্টর মৌলবাদ ও সন্ত্রাসবাদের মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর করার কথা থাকলেও কূটনৈতিক প্রটোকলের কারণে তা সম্ভব হয়নি। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা ছিল।

এরপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত ২৮ মার্চ বিমসটেকের নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে ঢাকা এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলাদা কোনো বৈঠক করতে পারেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন বা আয়োজক প্রতিষ্ঠান বিমসটেকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

আগামী ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বাংলাদেশ সফর করবেন। ৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ নেবেন তিনি। নির্বাচনী বছরে ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশ সরকারের আরো বেশি আস্থা অর্জনকে অগ্রাধিকার দিচ্ছে ভারত। সাংস্কৃতিক দৌত্যের মাধ্যমে ‘ট্র্যাক টু’ কূটনীতির দিকেও জোর দেওয়া হচ্ছে। এর আওতায় আগামী ১০ এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে ঢাকা আসছেন রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী এবং বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন।

এপ্রিলের শেষে অস্ট্রেলিয়া সফর : যুক্তরাজ্য থেকে ফিরে আগামী ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ অংশ নিতেই এই সফর। ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সম্মেলনটি হওয়ার কথা রয়েছে। এ সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে এরই মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। পরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত) এস এম মাহবুবুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের লিখিত ইনপুট পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads