• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
 পর্যটনসম্পদকে রক্ষায় প্রয়োজন শুমারির

সংগৃহীত ছবি

ভ্রমণ

পর্যটনসম্পদকে রক্ষায় প্রয়োজন শুমারির

  • বাংলাদেশের খবর
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০২০

দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে আধুনিকযুগে পর্যটনের বিকল্প কিছু নাই। তবে করোনার ভয়াল থাবা আজ যদিও পর্যটন শিল্পটি বেশ বড় হুমকির মধ্যে রয়েছে।
পর্যটনসম্পদ কী?

পর্যটনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহৃত সকল দৃশ্যমান ও অদৃশ্য উপাদানই ‘পর্যটনসম্পদ’ (Parjantan Resources)। বিষয়টি বুঝিয়ে বলছি। পর্যটন হলো জীবনমুখি সকল কাজের সমন্বিত রূপ। এই কাজের সাথে সম্পৃক্ত উপাদানগুলি যেমন যানবাহন, খাদ্য, আবাসস্থল এবং বিনোদন উপাদানসহ বিশ্রাম ও শিক্ষার ইত্যাদি

পর্যটন সমপদের আওতাভূক্ত। প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল উপাদানই পর্যটনসম্পদ যা মানুষের জীবনে প্রয়োজনীয়। দৃশ্যমান উপাদানের মতো অদৃশ্য উপাদানগুলি যেমন আলো, বাতাস, ঋতু, ভাষা, সঙ্গীত, আচরণ এসবও পর্যটনসম্পদ। অর্থাৎ পৃথিবীতে অবস্থিত সকল উপাদানই জীবনের উপাদান এবং পর্যটনেরও উপাদান।

জীবনের জন্য প্রয়োজনীয় না এমন কিছু পর্যটনের জন্যও প্রয়োজনীয় না। এ থেকে আমরা সহজেই বলতে পারি যে, জীবনের উপাদান ও পর্যটনের উপাদান অভিন্ন এবং জীবনের সকল উপাদানের যোগফল হলো পর্যটনের মোট সম্পদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads