• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
বান্দরবানের থানচিতে তিন দিন পর্যটক ভ্রমণে না যাওয়ার পরামর্শ

সংগৃহীত ছবি

ভ্রমণ

বান্দরবানের থানচিতে তিন দিন পর্যটক ভ্রমণে না যাওয়ার পরামর্শ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০২০

বান্দরবান জেলার থানচি এলাকায় আজ থেকে আগামী তিন দিন পর্যটক ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বান্দরবান জেলার থানচিতে সফর উপলক্ষে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত পর্যটন স্পট নাফাখুম, তাজিংডং, রাজা পাথর, বংড, সাতভাই খুম, বাঘের মুখ, রেমাক্রী খাল মুখ ও আন্দারমানিক মুখ এলাকায় পর্যটকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে থানচি উপজেলা প্রশাসন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল জানান, মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলার সকল হোটেল, কটেজ এবং নৌকাগুলো এরই মধ্যে বুক করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে পর্যটকরা থানচি ভ্রমণে আসতে পারবেন বলে জানান তিনি।

উপজেলার পর্যটন স্পট নাফাখুম, তাজিংডং, রাজা পাথর, বংড, সাতভাই খুম, বাঘের মুখ, রেমাক্রী খাল মুখ ও আন্দারমানিক মুখ এলাকায় নিষেধাজ্ঞা জারি করার কারণে আজ বুধবার থেকে এসব পর্যটন স্পটে যেতে পর্যটকদের থানা ও বিজিবির অনুমতি পত্র প্রদান করা হবে না বলেও জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads