• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ভুটানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত

ভুটানে পার্লামেন্ট নির্বাচন

ছবি : ইন্টারনেট

এশিয়া

ভুটানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

ভুটানে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। ভোট দিয়ে দেশটির মানুষ আগামী পাঁচ বছরের জন্য নতুন সরকার নির্বাচন করেছে। হিমালয়ের কোলে অবস্থিত এ দেশটিতে এটা ছিল তৃতীয় জাতীয় নির্বাচন। আজ সকালে নির্বাচনের ফল পাওয়া যাবে। খবর বিবিসি।

এ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৩৮ হাজার ৬৬৩ জন। তারা ভোট দিয়ে পছন্দের দলকে বেছে নিয়েছে। স্থানীয় সময় বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশনের সেক্রেটারি দাওয়া তেনজিন বলেন, জাতীয় পরিষদ বা পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৭টি আসনে ভোট হয়। কমিশনের মুখপাত্র সোনাম তোবগিয়াল বলেন, ২০টি জেলায় ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। আমরা একটি ভালো ফল প্রত্যাশা করছি। এর আগে প্রথম দফার ভোট হয় সেপ্টেম্বরে। সে সময় প্রধানমন্ত্রী শেরিং টোবগেওর দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি হেরে যায়। নির্বাচনে অংশ নেওয়া দলগুলো অর্থনৈতিক ইস্যুকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

গত কয়েক বছর ধরেই দেশটিতে বেকার সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। বিভিন্ন দেশের কাছে ঋণের হার বেড়ে গেছে ভুটানের। শতাব্দীর প্রাচীন রাজতন্ত্রের সমাপ্তি ঘটিয়ে ২০০৮ সালের মার্চে দেশটিতে প্রথমবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads