• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

এশিয়া

বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করল চীন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২১

চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশন করায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীন সরকার।

স্থানীয় সময় শুক্রবার ভোরে চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রকের দ্বারা চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় শুক্রবার চীন বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করলো।

চীন এক বিবৃতিতে জানিয়েছে, বিবিসির ওয়ার্ল্ড নিউজ চীন-সম্পর্কিত রিপোর্টে বিধিনিষেধ ‘গুরুতরভাবে লঙ্ঘন করেছে’ যা ‘সত্যবাদী ও ন্যায়সঙ্গত’ হওয়া উচিত। এর ফলে চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং জাতীয় ঐক্যের ক্ষতি করেছে।

চীনের এই সিদ্ধান্তের পর বিবিসি এক বিবৃতিতে জানায়, ‘চীনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে বিবিসি খবর সংগ্রহ করে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে ‘গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রহণযোগ্যভাবে সংকুচিত’ করেছে চীন।

বিদেশি গণমাধ্যম হিসেবে সংবামাধ্যমটি চীনে সম্প্রচারের প্রয়োজনীয় বিষয়সমূহ পূরণে ব্যর্থ। এক বছরের জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্সও বাতিল করা হয়েছে। সূত্র: রয়টার্স

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads