• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বশেমুরবিপ্রবি'তে

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

বশেমুরবিপ্রবি'তে "ভোক্তার গল্পকথন" নিয়ে অনলাইন গল্প প্রতিযোগিতা

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০২০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভোক্তাদের অধিকার প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "ভোক্তার গল্পকথন" শীর্ষক একটি অনলাইন গল্প প্রতিযোগিতা আয়োজন করেছে কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি), বশেমুরবিপ্রবি শাখা।

"ভোক্তার গল্পকথন" শীর্ষক অনলাইন প্রতিযোগিতা সম্পর্কে সিওয়াইবি বশেমুরবিপ্রবি শাখার সাধারন সম্পাদক বিভাষ বাইন জানান, "এই প্রতিযোগিতা মূলত বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ভোক্তা বিষয়ে সচেতনতা ও ভোক্তা অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর জন্য তাদের এই গল্পকথনের আয়োজন। ভোক্তা অধিকারের উপর একটি গল্পের প্রথম অর্ধেক প্রকাশ করা হবে।  'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯' এর উপর ভিত্তি করে প্রতিযোগীকে বাকি অংশ সম্পন্ন করতে হবে এবং যথাযথ সময়ের মধ্যে লেখা পাঠাতে হবে। গল্পকথন অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের আর্কষনীয় পুরস্কার দেওয়া হবে"।

উল্লেখিত, কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) হলো কনসাস কনজুমার সোসাইটি'র (সিসিএস) একটি অঙ্গ সংগঠন। সেচ্ছাসেবী এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো- ভোক্তাকে তার অধিকার সম্পর্কে সচেতন করা।সিওয়াইবি বশেমুরবিপ্রবি শাখা প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয় ও এর অাশেপাশের এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী, সেমিনার, অনুষ্ঠান মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads