• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
অশ্রু নয়, নাদিয়ার চোখে রক্তধারা

শুরুতে চোখ, এখন নাক-কান, মুখ দিয়েও রক্ত ঝরছে নাদিয়ার

সংগৃহীত ছবি

সারা দেশ

অশ্রু নয়, নাদিয়ার চোখে রক্তধারা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ মে ২০১৮

কাঁদলেই চোখ দিয়ে ঝরছে রক্ত! অবিশ্বাস্য হলেও  এরকম বিরল রোগে আক্রান্ত হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ১৬ বছরের কিশোরী নাদিয়া আক্তার। তবে এ রোগ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি চিকিৎসকরা।

শুরুতে শুধু চোখ দিয়ে রক্ত ঝরলেও, এখন নাক-কান এমনকি মুখ দিয়েও রক্ত ঝরছে নাদিয়ার। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুক্তি রানী মিত্রর তত্ত্বাবধানে আছে নাদিয়া। সাংবাদিকদের তিনি জানান, এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পেলে নাদিয়ার রোগ নিয়ে সংশ্নিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বসে পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে বিদেশি চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হবে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সাংবাদিকদের বলেন, এটি রক্তনালীর বিকলঙ্গতা থেকে হতে পারে। এ ধরনের অসুখ খুবই বিরল। একে রেয়ার টেলেনজেক্টেশিয়া বলা হয়। তবে নাদিয়া এই রোগে আক্রান্ত কি-না, তা পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে।

শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা যায়, নাদিয়ার চোখ বেয়ে রক্ত বের হচ্ছে। যে দেখছেন, সে-ই যেন একটু ভয় পাচ্ছেন। মেয়ের এই বিরল রোগ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নাদিয়ার বাবা ইমাম উদ্দিন। তিনি বলেন, এখনও রোগের নাম জানা যায়নি। ডাক্তারা কোনো ওষুধও দেয়নি।

স্থানীয় বামনী আছিরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী নাদিয়া। সে জানায়, একদিন সকালে সে দেখতে পায়, রক্তে বালিশ ভিজে আছে! গালও ভিজে গেছে। সে চমকে যায়। মেয়ের এমন দৃশ্য দেখে তার মাও হতবাক হন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি নাদিয়াকে ঢাকা মেডিকেলে রেফার করেন।

বিরল এই রোগে আক্রান্ত হওয়ায় নাদিয়ার স্কুলে যাওয়া বন্ধ। এখন বাড়ি থেকেই বের হয় না। অজানা এই রোগের চিকিৎসার পেছনে ছুটে দরিদ্র বাবা ইমাম উদ্দিন এখন নিঃস্বপ্রায়। মেয়ের চিকিৎসার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

এর আগে বিশ্বে চোখ দিয়ে রক্ত ঝরা রোগীর তথ্য পাওয়া গেছে খুবই অল্প। গত পাঁচ বছরের মধ্যে ভারতে দুজন ও যুক্তরাজ্যে একজনের এ ধরনের রোগ ধরা পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads