• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শ্রীপুরে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০১৮

গাজীপুরের শ্রীপুরে পাটজাত পণ্য উৎপাদনকারী একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ  সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে পৌরসভার কেওয়া বাজারে সারাহ্ কম্পোজিট মিলস লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুনের সূত্রপাত জানা যায়নি এখনো।

গাজীপুর ফায়ার সার্ভিস,শ্রীপুর ফায়ার সার্ভিসসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বেলা দুইটায় এ রির্পোট লেখা পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানার সবগুলো ইউনিটেই আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সকালেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শ্রমিকরা জানান, ভোরে রাতের কাজ শেষ করে এক শিফট শ্রমিক কারখানা থেকে বের হচ্ছিল। এর মধ্যে দিনের বেলায় কাজে যোগ দিতে অনেক শ্রমিক কারখানায় প্রবেশ করছিল। হঠাৎ কারখানার প্রধান ভবনের ভেতরে আগুন লাগে। এ সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। এ সময় বেশ কিছু শ্রমিক আহত হয়েছে। মুহুর্তের মধ্যেই কারখানার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। শ্রমিকরা আরো জানান, কারখানার টিন সেডের (স্টিলের ভবন) পুরো অংশেই আগুন জ¦লছিল দুপুর পর্যন্ত। 

কারখানার প্রোডাকশন ম্যানেজার (পিএম) আমিনুল ইসলাম জানান, আচমকা আগুনের ঘটনায় আমরা হতভম্ব হয়ে গেছি। কারখানায় পাটজাত পন্য থাকায় আগুনের লেলিহান মুহুর্তের মধ্যেই কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা সম্ভব হয়নি।  শ্রীপুর ফায়ার সার্ভিসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads