• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

চাঁদপুরে পুলিশের হাতে আটক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম (ডানে)

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

চাঁদপুরে বিএনপির নির্বাচনী চিফ এজেন্ট আটক

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০১৮

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির নির্বাচনী চিফ এজেন্ট, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সলিমউল্যাহ সেলিমকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ১১টার সময় গণসংযোগে বের হওয়ার প্রাক্কালে চাঁদপুর-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী ও সদর থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে। এ সময় মার্বেল ও গুলাইলসহ একটি গাড়ী জব্দ করে।

আটকের পর পরই থানায় ছুটে যান চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। এ বিষয়ে চাঁদপুর সদর থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads