• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে র‌্যাব, মালিককে এক বছরের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলাপাড়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে র‌্যাব, মালিককে এক বছরের কারাদণ্ড

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটাটি গুড়িয়ে দিয়েছে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ সময় কাগজপত্র ছাড়া ইটাভাটা নির্মাণ করায় এস ডি কে ব্রিকস এর মালিক মো. নুরুল আমিন শিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম।

আজ সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম জানান, অনুমোদনহীন অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩(সংশোধনী ২০১৯) এর চার ধারা মোতাবেক মালিক মো. নুরুল আমিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অবৈধ ইটভাটা গুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads