• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

"হ্যা‌লো আ‌মি চেয়ারম্যান বল‌ছি"

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২০

''প্রাণ‌প্রিয় সখীপুরবাসী, আ‌মি উপ‌জেলা চেয়ারম্যান বল‌ছি, ক‌রোনা ভাইরাস সংক্রমণ প্র‌তি‌রোধে আসুন সক‌লেই সচেতন হই। বে‌শি বে‌শি সাবান দি‌য়ে হাত ধৌত ক‌রি, অযথা মা‌ঠে ঘা‌টে ও বাজা‌রে আড্ডা দেওয়া থে‌কে বিরত থা‌কি, সামা‌জিক দুরত্ব বজায় রে‌খে সরকা‌রের নির্দেশনা মে‌নে চ‌লি।"

টাঙ্গাই‌লের সখীপুরে করোনাভাইরাস প্র‌তিরোধে জনগণকে সচেতন করতে এভা‌বেই মাইকিং কর‌ছেন উলজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।

গত বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অটোভ্যানযোগে ঘুরে ঘুরে তিনি এ প্রচারণা চালা‌ন। আজ শুক্রবারও তিনি প্রচারণায় যাবেন বলে জা‌নি‌য়ে‌ছেন। প্রচারণার সময় স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান‌দেরও স‌ংযুক্ত ক‌রেন। গতকাল বহু‌রিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান গোলাম কিব‌রিয়া সে‌লিম তাঁর এলাকায় প্রচারণায় যোগ দি‌য়ে‌ছি‌লেন। 

জুলফিকার হায়দার কামাল বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের বিপদে পাশে থাকাটা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আনন্দের সঙ্গে আমি নিজেই মাইকিং করে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। 
জনসচেতনতায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের এ উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads