• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
থেমে নেই দাগনভূঞার নারী এসিল্যান্ডথেমে নেই দাগনভূঞার নারী এসিল্যান্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

থেমে নেই দাগনভূঞার নারী এসিল্যান্ড

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে ২০২০

থেমে নেই দাগনভূঞার নারী এসিল্যান্ড মাসুমা জান্নাত। করোনা সংক্রমণ রোধে, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও জনসচেতনতায় দাগনভূঞা উপজেলায় প্রায় প্রতিদিনই চালাচ্ছেন অভিযান। নারী এসিল্যান্ড হয়ে প্রতিনিয়ত এসকল অভিযান করে প্রশংসিতও হচ্ছেন তিনি।

জানা যায়, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই অভিযানে যাচ্ছেন উপজেলার পৌর শহরের বাজার এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হাট বাজার মনিটরিং, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্থিতিশীল রাখতে, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মানুষকে সচেতন করায় নিয়মিত ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন মাঠ প্রশাসনের এই কর্মকর্তা। কখনো পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, আবার কখনো ছুটছেন একা।

তিনি বলেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসানের নির্দেশনা মোতাবেক কাজ করে চলেছেন তিনি।

এসিল্যান্ড মাসুমা জান্নাত জানান, শুধু ঝুঁকি না মৃত্যুঝুঁকি রয়েছে এই সময়ে। তবুও তো মানুষকে সচেতন করতে হবে। আমরা ছাড়া কে সচেতন করবে সাধারণ মানুষকে। সবার মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে না দিলে তো সংক্রমণ আরো বেড়ে যাবে। মাঠে আছি, থাকব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads