• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
তুরাগে ৩০ বছর পর উদ্বোধন হলো পোস্ট অফিস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তুরাগে ৩০ বছর পর উদ্বোধন হলো পোস্ট অফিস

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০২০

দীর্ঘ ৩০ বছর প্রতিক্ষার পর রাজধানীর তুরাগে উদ্বোধন হলো বাদালদী পোস্ট অফিস।  ২৮৭৬ পোস্টাল কোর্ড ব্যবহার করে নতুন অফিসের কার্যক্রমও শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাদালদী পোস্ট অফিসের উদ্বোধন করেন ঢাকা ১৮ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি বলেন, আজ থেকে এই পোস্ট অফিসের যাত্রা শুরু হলো এখন থেকে এই পোস্ট অফিসের সকল কার্যক্রম চলবে এবং এই এলাকার সকল জনগণ এই সুযোগ সুবিধা পাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯০ সালে সরকারিভাবে বাদালদী অস্থায়ী পোস্ট অফিসের অনুমোদন হয় জিপিও থেকে। সে সময় সরকারিভাবে কোন জায়গা না থাকায় বাদালদী এলাকার শ্রী- মাদব চদ্রেঁর বাড়িতে অস্থায়ী পোস্ট অফিসের কার্যক্রম চালু করা হয়। ১৩ বছর পর ২০০৩ সালে সরকারী খাস জমিতে বাদালদী বটতলা এলাকায় একটি জমিতে সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত এলাহি লিটন সরকারি খাস জমিতে পোস্ট অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর থেকে পোস্ট অফিসের কোন উন্নয়নমূলক কাজ হয়নি এবং কোন কার্যক্রম দেখা যায়নি। পোস্ট অফিসের বিষয়ে সাবেক ঢাকা ১৮ আসনের এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনের কাছে বারবার লিখিতভাবে বললেও কোনো পদক্ষেপ নেননি তিন।

বর্তমানে এই পোস্ট অফিসের কর্মরত ডাকপিয়ন শফিকুল ইসলাম বাংলাদেশের খবরকে জানান, আমি বাদালদী পোস্ট অফিসে চাকরী করছি ১৫ বছর । এই ১৫ বছরে আমি পোস্ট অফিসের কোন উন্নয়ন দেখি নাই।  শুধু জানি এই জায়গাটি বাদালদী অস্থায়ী পোস্ট অফিসের জন্য বরাদ্ধ কিন্তু আজ আমাদের একটি বসার জায়গা পেয়েছি বর্তমান এমপি মহোদয় আমাদের স্থায়ী ভাবে বসবার জায়গা করে দিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত অস্থায়ী পোষ্ট অফিসের বর্তমান পোস্ট মাস্টার আব্দুল হাকিম বলেন, আমি ২০১৭ সালের আগষ্ট মাসের এই পোস্ট অফিসে নিয়োগ পাই তখন বসার মত কোন জায়গা ছিলো না। বাধ্য হয়ে বাউনিয়া বটতলা এলাকার আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালিয়ে আসছিলাম। আজ মাননীয় এমপি মহোদয়ের কারণে আমরা স্থায়ী পোস্ট অফিস উদ্বোধন করলাম। এখন থেকে এলাকার লোকজন এখান থেকে সকল সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads