• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

তরুণ ক্রিকেটারের খোঁজে

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

প্রথমবারের মতো আয়োজন। লক্ষ্য একটাই- তরুণ ক্রিকেটার বের করে আনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটি আয়োজন করতে যাচ্ছে একাডেমি কাপ ক্রিকেট। ঢাকা মহানগরীর ৩২টি ক্রিকেট একাডেমি কোচিং স্কুল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ২০ মে।

১৫ থেকে ১৮ বছর বয়সী ক্রিকেটারদের বেশি করে সুযোগ দেওয়াই টুর্নামেন্টের লক্ষ্য। এ থেকে ১৫-২০ জন খেলোয়াড় বাছাই করবে বিসিবি। তাদের অনুশীলন ক্যাম্পের আওতায় আনা হবে। খেলা হবে নকআউট পদ্ধতিতে। ম্যাচ ৪০ ওভারের। চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা, রানার্সআপ ৫০ হাজার টাকা।

এ প্রসঙ্গে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের উদ্দেশ্য এই টুর্নামেন্ট থেকে ভালো মানের কিছু খেলোয়াড় তুলে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা। যে চারটি দল সেমিফাইনালে উঠবে, বিসিবির চেষ্টা থাকবে তাদের গেম ডেভেলপমেন্টের অধীনে নিয়ে আসা। মূল কথা তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতেই আমাদের এমন উদ্যোগ।’

তিনি আরো বলেন, ‘একাডেমিগুলোতে অনুশীলন করার সুযোগ থাকলেও ম্যাচ খেলার সুযোগ নেই। এর মাধ্যমে একাডেমির ক্রিকেটাররা একটি টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলতে পারলে ট্যালেন্ট দেখানোর সুযোগ থাকে না। এর মাধ্যমে ছেলেরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে। আমাদের কাজ এই টুর্নামেন্ট থেকে ১৫-২০ জন কিংবা বেশি পরিমাণে তরুণ প্রতিভাবানকে খুঁজে বের করা।’

ভালোমানের একজন লেগ স্পিনার খোঁজাও একটা লক্ষ্য সুজনের, ‘আমরা অনেক দিন ধরেই লেগ স্পিনার খুঁজছি। বিশ্বের সব দেশেই ভালো একজন লেগ স্পিনার থাকলেও আমাদের নেই। আমাদের ভালো চায়নাম্যান বোলার নেই। আমাদের আট-নয়জন ভালো ব্যাটসম্যান লাগবে। আমরা এগুলোর দিকে কিছুটা নজর রাখব। তাদের যদি কিছুটা সামর্থ্যও থাকে, তাদের আমরা তুলে আনব।’

এই টুর্নামেন্টে বেছে বেছে একাডেমি স্কুলগুলোকে নেওয়া হয়েছে। সুজনের মতে- ‘অনুশীলন সুবিধা, লেভেল-১.২ কোচিং করা কোচ আছে কি না। কয় বছর ধরে একাডেমি চলছে। আমাদের ক্রাইটেরিয়া মিট করেনি এমন কোনো একাডেমিকে আমরা এবার সুযোগ দেইনি। আমাদের চেষ্টা থাকবে কোনো একাডেমি যেন ব্যবসাকেন্দ্র না হয়। প্রতিষ্ঠানগুলো যেন ক্রিকেটার তৈরির কারখানা হতে পারে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads