• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
মোস্তাফিজকে নিয়ে শঙ্কা নেই

বোলার মোস্তাফিজুর রহমান

সংগৃহীত ছবি

ক্রিকেট

মোস্তাফিজকে নিয়ে শঙ্কা নেই

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৮

সফরকারী দল জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগে এক সুখবর পেল বাংলাদেশ। স্বাগতিক দলের অন্যতম সেরা বোলার মোস্তাফিজুর রহমানের কনুইয়ের ইনজুরি মারাত্মক কিছু নয়। ফলে আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মাঠে নামতে কোনো বাধা নেই বাঁহাতি এই পেসারের।

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালেই কনুইয়ে চোট পান মোস্তাফিজ। এরপর এই ব্যথার কারণেই তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তাকে একাদশের বাইরে রাখা হয়। ঢাকাতে তার স্ক্যান রিপোর্ট থেকে বড় কোনো সমস্যার দেখা মেলেনি।

সবশেষ গেল ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন মোস্তাফিজ। এরপর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে তাকে রাখা হয়নি। ২০১৫ সালের জুলাইয়ে অভিষিক্ত মোস্তাফিজ এখন অবধি খেলতে পেরেছেন মাত্র ১০ টেস্ট। বলা যায়, সিলেটে ইনজুরিমুক্ত মোস্তাফিজের প্রত্যাবর্তন ঘটতে চলেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকবাজকে এ ব্যাপারে আশ্বস্ত করে বলেন, ‘আমরা মোস্তাফিজের স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছি। এখানে আমরা বড় কোনো সমস্যা দেখছি না। ও প্রথম টেস্ট থেকেই খেলার জন্য ফিট। ওকে আমরা কিছুদিনের বিশ্রাম দিয়েছিলাম। ব্যথাটা বিশ্রামের ফলেই সেরে উঠছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads