• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
হেরাথের বিদায়ী টেস্টে হার লঙ্কার

সংগৃহীত ছবি

ক্রিকেট

হেরাথের বিদায়ী টেস্টে হার লঙ্কার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০১৮

টার্গেট ছিল ৪৬২ রানের। যা করলে শ্রীলঙ্কা জয় পেত, আর সেটা হতো চতুর্থ ইনিংসে জয়ের বিশ্বরেকর্ড। কিন্তু সেটা হলো না। অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের বিদায়ী টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কা ২১১ রানের বিরাট ব্যবধানে হারল ইংল্যান্ডের কাছে। বিশ্বরেকর্ড গড়া তো দূরের কথা, তার ধারেকাছেও যেতে পারেনি শ্রীলঙ্কা। সফরকারী দলের মইন আলী ও জ্যাক লিচের বিধ্বংসী বোলিংয়ে গতকাল শুক্রবার চতুর্থ দিনেই শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫০ রানে অলআউট হয়ে যায়। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৪২ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩২২ রান (ডিক্লেয়ার্ড) করে। আর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ২০৩ রান।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ করে জেতাটাই এখনো বিশ্বরেকর্ড হয়ে আছে। ২০০৩ সালে সেন্ট জোন্সে ব্রায়ান লারাদের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ওই রান করে জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কাকে তাই ৪৬২ রানের টার্গেট পূরণ করে অর্থাৎ নতুন বিশ্বরেকর্ড গড়ে জিততে হতো। সেটা তারা পারল না। তিন টেস্টের প্রথমটিতে জিতে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ১৪ নভেম্বর ক্যান্ডিতে দ্বিতীয় এবং ২৩ নভেম্বর কলম্বোয় তৃতীয় টেস্ট শুরু হবে। 

গল টেস্ট জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে পাহাড়সম টার্গেট দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৫ রান করেছে শ্রীলঙ্কা। ম্যাচের শেষ দুই দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৪৪৭ রান। গতকাল সেই পরিসংখ্যান নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার দুই ওপেনার  দিমুথ করুনারত্নে ৭ ও কুশাল সিলভা ৮ রান নিয়ে। দুই স্পিনার মইন আলী ও জ্যাক লিচের মারাত্মক বোলিংয়ে শ্রীলঙ্কা এক দিন বাকি থাকতেই হার শিকার করে। ম্যাথিউসের একটি হাফ সেঞ্চুরি ছাড়া কোনো ব্যাটসম্যানই ঠিকমতো ক্রিজে দাঁড়াতে পারেননি। তিনি ৯২ বলে ৫টি চারে ৫৩ রান করেন। এ ছাড়া মেন্ডিজ ৪৫, কুশাল সিলভা ৩০, পেরেরা ৩০, করুনারত্নে ২৬, ডি সিলভা ২১, ডিকভেলা ১৬, লাকমাল ১৪ রান করেন।

ইংল্যান্ডের মইন আলী ৭১ রানে ৪টি এবং লিচ ৬০ রানে ৩টি উইকেট লাভ করেন। এ ছাড়া আদিল রশিদ ৫৯ রানে এবং স্টোকস ১৬ রানে ১টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৪২ (ফোকস ১০৭, কুরান ৪৮, পেরেরা ৫/৭৫)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৩ (ম্যাথিউস ৫২, মইন আলী ৪/৬৬)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৩২২ (জেনিংস ১৪৬, স্টোকস ৬২, পেরেরা ২/৯৪)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ২৫০ (ম্যাথিউস ৫৩, মেন্ডিস ৪৫, মইন আলী ৪/৭১, লিচ ৩/৬০)

ম্যান অব দ্য ম্যাচ : বেন ফোকস

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads