• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাংলাদেশকে বড় টার্গেট দিল শ্রীলঙ্কা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বাংলাদেশকে বড় টার্গেট দিল শ্রীলঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৯

কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে স্বাগতিক শ্রীলঙ্কা সফরকারী বাংলাদেশ দলকে ৩১৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে স্বাগতিকরা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। ম্যাচের তৃতীয় ওভারেই ওপেনার আভিশকা ফার্নান্ডোকে তুলে নেন শফিউল ইসলাম। তবে শুরুর ধাক্কাটা দারুণভাবে সামাল দেন অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং কুশাল পেরেরা। দুজনের ৯৭ রানের জুটি ভাঙতে ভাঙতে শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এরপর শুরু হয় দুই কুশালের লড়াই। কুশাল মেন্ডিস কিছুটা দেখেশুনে খেললেও কুশাল পেরেরা ছিলেন বিস্ফোরক। দারুন সেঞ্চুরি তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান তিনি। আর কুশাল মেন্ডিস ফেরেন ৪৩ রানে। শেষ দিকে কার্যকরী ইনিংস খেলে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। মোস্তাফিজের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৮ রান।

বল হাতে ৩টি উইকেট তুলে নেন শফিউল ইসলাম। বেহিসেবি রান খরচা খরচার মধ্যে ২টি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। একটি করে উইকেট ঝুলিতে পুরেন রুবেল, মিরাজ এবং সৌম্য।

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি ওয়ানডেতে হয়েছে মোট ৪৫বার। ৭বার জিতেছে টাইগাররা। ৩৬বার হাসিমুখে মাঠ ছেড়েছে লঙ্কানরা। ২ ম্যাচে হয়নি কোন ফল। তবে সবশেষ দেখায় জয় তুলে নিয়েছিল টাইগাররা। আজ সেই তৃপ্তি নিয়েই নেমেছেন তামিম ইকবালরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads