• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আসছে ‘পবিত্র ভালোবাসা’

ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন রোকন

সংগৃহীত ছবি

ঢালিউড

আসছে ‘পবিত্র ভালোবাসা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০১৮

চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর। চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিমিটেড প্রযোজিত ও পরিবেশিত এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন রোকন। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এ কে সোহেল। এতে আরো অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা প্রমুখ।

গল্পে দেখা যাবে, মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু ধর্মীয় অনুশাসন, কঠিন দেয়াল আর সামাজিক নিয়ম-নীতির শিকলে দুজনের ভালোবাসা বন্দি। দুজনই ধর্মীয় সম্মানে ও সামাজিক মর্যাদাকে অক্ষণ্ন্ন রাখার জন্য নিজেদের গভীর ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেয় না। অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব-সংঘাত দুই পঞ্চায়েত প্রধানের মধ্যে। এটা ধর্মীয় কোনো দ্বন্দ্ব নয়, পবিত্র ভালোবাসার দ্বন্দ্ব।

চট্টগ্রামের বোয়ালখালী, রাউজান, রাঙ্গুনিয়া, রাঙামাটি, বান্দরবান, কাপ্তাই, চট্টগ্রাম শহর, এফডিসি এবং পূর্বাচল এলাকায় চিত্রায়ণ হয়েছে পুরো ছবিটির। ছবিটি সম্পর্কে নায়ক রোকন বলেন, ‘এটা আমার স্বপ্নের একটা গল্প। আমি সৌভাগ্যবান যে- মাহি, মৌসুমী ও ফেরদৌসের মতো দক্ষ শিল্পীদের পেয়েছি। এই কো-আর্টিস্টগুলো শক্ত পিলারের মতো পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads