• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ঢালিউড

পার্বতীর অপেক্ষায় পপি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৯

গত বছরের মাঝামাঝিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ শুরু করেছিলেন। এই সিনেমায় তিনি তার স্বপ্নের চরিত্র ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু নির্মাণের মাঝপথে এসে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। অথচ এই পাবর্তী চরিত্রটি নিয়েই পপি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন। কারণ পার্বতী তার স্বপ্নের একটি চরিত্র। যদিওবা শরৎচন্দ্রের ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ সিনেমার পাবর্তীর মতো নয় এই পার্বতী। তবে দেবদাসের পার্বতীর ছায়া আছে এই পার্বতীতে। কেন পার্বতীকে পার্বতী হতে হলো, তার জন্যই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আর তা কেমন রূপে দর্শক দেখতে পাবেন সেটাই হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার মূল চমক। জানা যায়, চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরেও নানান চড়াই-উতরাই পেরিয়ে শেষ হয়নি সিনেমাটির বাকি কাজ। তবে আশা করা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই শেষ হয়ে যাবে পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটি।

পপি বলেন, ‘আমার অনেক স্বপ্নের চরিত্র পার্বতী। নামটি শুনলেই যেন নিজের ভেতর কেমন শিহরিত হই আমি। পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র। আমার মনে আছে এই চরিত্র নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক কষ্ট করে গেটআপ নিয়েছিলাম। বেশ কিছুদিন শুটিংও করেছি আমি। কিন্তু সিনেমাটি শেষ হয়েও শেষ হচ্ছে না। আমি চাই এই সিনেমাটি দ্রুত শেষ হোক। কারণ নিজেকে পার্বতীরূপে পর্দায় দেখার জন্য আমি নিজেই মুখিয়ে আছি। আমার বিশ্বাস নির্মাতা এবং প্রযোজক দ্রুত এই সিনেমার কাজ শেষ করবেন। দর্শকও তাদের প্রতীক্ষার প্রহর শেষে সিনেমাটি দেখতে হলে হলে যাবেন।’

এই সিনেমায় দেবদাসের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। এদিকে প্রায় শেষ হয়ে এসেছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। কিছুদিন আগে ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাতেও তার নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল। গেল ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পপি। কিন্তু শেষ পর্যন্ত তাতে কাজ করা থেকে তিনি নিজেই সরে দাঁড়ান। গল্প পপির মনের মতো হয়নি এবং আর সবকিছু ব্যাটে-বলে মেলেনি বিধায় তিনি এই সিনেমার কাজ থেকে সরে দাঁড়ান। এদিকে পপি আগামী বছরের শুরু থেকে নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পপি বলেন, ‘সিনেমায় কাজ করি আর নাটকেই করি, নিজেকে ভালো ভালো গল্পের সিনেমা এবং নাটকে উপস্থাপনের চেষ্টা করব। ২০২০ হবে আমার জন্য অন্যরকম এক চ্যালেঞ্জের বছর। আমার বিশ্বাস, আমার ভক্ত-দর্শকরা সবসময়ের মতো আমার পাশেই থাকবেন।’

 

এদিকে ফিল্ম ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছেন পপি। আজ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads