• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সংরক্ষিত ছবি

নির্বাচন

খুলনা পুলিশের ‘বাড়াবাড়ি’ বন্ধ চায় বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার করা এই রিটের ওপর আজ সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে। রিট আবেদনে নির্বাচনী প্রচারণায় জড়িত নেতাকর্মীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আগামীকাল মঙ্গলবার কেসিসি নির্বাচনের ভোটগ্রহণ হবে। বিএনপির অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে পুলিশ বলেছে, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেফতার করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, খুলনা সিটি নির্বাচনে প্রচারণা চালাতে যাওয়া বিএনপি নেতাকর্মীদের সাদা পোশাকে গ্রেফতার ও হয়রানির কারণে একটি রিট করা হয়েছে। সাদা পোশাকে গ্রেফতার না করতে সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে। এই রায় লঙ্ঘন করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এটা রায়ের পরিপন্থি এবং বেআইনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads