• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
স্থানীয় সরকারের নির্বাচনী প্রচারণায় থাকবেন এমপিরা

গাজীপুর নগর ভবন

সংরক্ষিত ছবি

নির্বাচন

স্থানীয় সরকারের নির্বাচনী প্রচারণায় থাকবেন এমপিরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

স্থানীয় সরকারের সব নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন সংসদ সদস্যরা। তবে স্থানীয় সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরুল হুদা বলেন, ‘স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে অন্য এমপিরা পারবেন।’ তিনি বলেন, ‘স্থানীয় এমপিদের এলাকায় একটি প্রভাব থাকে। যার কারণে তাদের প্রচারণার বাইরে রাখা হয়েছে। তবে তারা ভোট দিতে পারবেন।’ এর আগে গত বৃহস্পতিবার কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘সব এমপি স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন।’

আসন্ন সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচনে এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন কি না- এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আচরণবিধি এখনো সংশোধন হয়নি। সংশোধন হলে তখন বলা যাবে।’ এমপিরা প্রচার চালালে নির্বাচন প্রভাবিত হবে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এমপিরা রাষ্ট্রীয় সুবিধাভোগী নন। তারা কোনো সরকারি অফিস ব্যবহার করেন না। এজন্য আমরা মনে করি, এখানে নেতিবাচক কোনো প্রভাব পড়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আগে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচনের বিধান ছিল না। বর্তমানে দলীয় প্রতীকে নির্বাচন হয়। এজন্য দলীয় প্রার্থীর পক্ষে দলীয় কর্মীর প্রচারে অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া সংবিধানের ৩৭ ও ৩৮ ধারায় সবার সভা, সমাবেশ ও চলাফেরার অধিকার রয়েছে। যার কারণে বর্তমান বিধানটি আমাদের কাছে ঠিক মনে না হওয়ায় তা বাদ দিয়ে এমপিদের প্রচার চালানোর সুযোগ দিয়েছি।’

স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না, কিন্তু অন্য এমপিরা পারবেন- এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন ও বিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না- এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। এমপিদের স্থানীয় সরকার নির্বাচনে প্রচারণার সুযোগ দেওয়ার ব্যাপারে একজন কমিশনার নোট অব ডিসেন্ট দিয়েছেন। এ ব্যাপারে সিইসি বলেন, ‘আমাদের পাঁচজন কমিশনারের মধ্যে চারজন পক্ষে মত দিয়েছেন এবং একজন নোট অব ডিসেন্ট দিয়েছেন। সেই নোট অব ডিসেন্টটি আমাদের যুক্তিযুক্ত মনে হয়নি। তাই আমরা এই বিধান পাস করেছি।’

সিটি করপোরেশন ছাড়া স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন হলো জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ। এগুলোর মধ্যে জেলা পরিষদের নির্বাচনটি পরোক্ষ ভোটে অনুষ্ঠিত হয়। এ ছাড়া অন্যান্য পরিষদের শীর্ষ পদটি দলীয় মনোনয়নে এবং অন্যান্য পদ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads