• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ভোট বর্জনের হুমকি হিন্দু সম্প্রদায়ের

সংগৃহীত ছবি

নির্বাচন

ভোট বর্জনের হুমকি হিন্দু সম্প্রদায়ের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে অন্য যেকোনো দিন নির্ধারণ না করলে ভোট বর্জন করবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ কথা জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বিদ্যাদেবী সরস্বতী পূজার দিন। হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীসহ হিন্দু সব পেশার মানুষ সকালে উপবাস থেকে জ্ঞানের দেবী সরস্বতীর পূজা ও বিশেষ আরাধনা করে থাকে। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের দিন ধার্য করেছে।

বক্তারা আরো বলেন, ৩০ জানুয়ারি সিটি করপোরেশনে নির্বাচনের তারিখ পরিবর্তন না করলে একদিকে যেমন হিন্দু সম্প্রদায় পূজা আরাধনা রেখে ভোটকেন্দ্রে যেতে পারবে না, অন্যদিকে ভোটকেন্দ্র স্থাপনের ফলে স্কুল-কলেজে সরস্বতী পূজা বন্ধ হয়ে যাবে। তাই আগামী ৩০ জানুয়ারি বাদ দিয়ে অন্য যেকোনো দিন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য নির্বাচন কমিশনার ও সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। অন্যথায় হিন্দু সম্প্রদায় ভোট বর্জন করতে বাধ্য হবে।

হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মনিশঙ্কর মন্ডল, ছাত্রবিষয়ক সম্পাদক সুমন সরকার, ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট উজ্জ্বল কুমার মন্ডল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads