• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

সুস্থ হয়ে উঠছেন এটিএম শামসুজ্জামান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০২০

নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন। হারপেস জোস্টার ভাইরাস ইনফেকশনে আক্রান্ত এ অভিনেতা এখন অনেকটাই সেরে উঠেছেন। তবে পুরোপুরি সুস্থ হতে তার আরো সময় লাগবে।

বিষয়টি নিশ্চিত করে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জানান, ‘হারপেস জোস্টার ভাইরাস’র প্রভাব টানা ২১ দিন থাকে। চিকিৎসকেরা ২১ দিনের জন্য তাকে মনিটরিংয়ে রেখেছিলেন। বর্তমানে কোনো শঙ্কা নেই। বাবা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করছি, দু-তিনদিনের মধ্যে বাবাকে বাসায় নিয়ে যেতে পারব আমরা।’

গত বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন খ্যাতিমান এ অভিনেতা। টানা ৫০ দিন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার অসুস্থ্থ হয়ে পড়লে ২৫ নভেম্বর তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এটিএম শামসুজ্জামান। একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা গত বছরের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ গ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads