• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রেকর্ড সংখ্যায় ভোট দিতে বাংলায় টুইট করলেন মোদি

সংগৃহীত

ভারত

রেকর্ড সংখ্যায় ভোট দিতে বাংলায় টুইট করলেন মোদি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। আর তাই বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোটের দিন সকালে আবারও বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে বাংলায় টুইট করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ‘নিরাপদ এবং সমৃদ্ধিশালী’ বাংলা গড়তে পশ্চিমবঙ্গবাসীকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানান ত‍ারা।

বৃহস্পতিবার সকালে বাংলায় করা ওই টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোটদান করুন।’ একই ভাবে আরেক রাজ্য আসামের দ্বিতীয় দফা ভোটের জন্যও ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন মোদি। তবে প্রটোকল মেনে কোনো দলের কথা নিজের টুইটে উল্লেখ করেননি তিনি।

একইভাবে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রেকর্ড সংখ্যায় ভোটদান করতে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তার টুইট, ‘পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে, আমি সকলের কাছে আবেদন করব বৃহৎ সংখ্যায় ভোট দানে অংশ নিতে। আপনার একটি ভোট বাংলায় নিশ্চিত পরিবর্তন আনবে। তাই, সবাই এগিয়ে আসুন এবং ভোট দিন নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলা গড়তে।’

অবশ্য মোদির টুইটে কোনো নির্দিষ্ট দলের হয়ে ভোট চাওয়ার ইঙ্গিত না থাকলেও অমিত শাহ পরোক্ষভাবে নিজের দলের সমর্থনেই ভোট চেয়েছেন। তিনি যে পরিবর্তনের কথা বলতে চেয়েছেন, সেটি আসলে পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী স্লোগান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads