• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সংরক্ষিত ছবি

জাতীয়

শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সারা দেশে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ ও তাদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে সরকার দাবিগুলো মেনে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছে জানিয়ে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ঘরে ফেরার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার দুপুরে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপস্থিতিতে মন্ত্রী এ আহ্বান জানান।

দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। কিছু দাবি আছে, তা মানতে সময় প্রয়োজন। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত হওয়ার ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী তাদের ক্লাসে ফিরে যেতে বলেন। তিনি বলেন, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলা এটা আন্দোলনের কোনো পদ্ধতি হতে পারে না- এটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের এই সংগ্রামকে ‘শিক্ষা পরিবারের সংগ্রাম’ অভিহিত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘খুনি চালকদের শাস্তি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকেও চাপ অব্যাহত রাখা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে পরিবহন শ্রমিকরা সড়ক বন্ধ করে ‘নৈরাজ্য’ চালাচ্ছেন বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের উচিত যান চলাচল স্বাভাবিক করে মানুষের চলাচল নিশ্চিত করা।

সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো সালেহ উদ্দিন বক্তব্য রাখেন।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব নিহত হন। এ ছাড়া আহত হন বেশ কয়েকজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads