• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পরিস্থিতি হবে ভয়াবহ’

বদিউল আলম মজুমদার

সংরক্ষিত ছবি

জাতীয়

‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পরিস্থিতি হবে ভয়াবহ’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৮

আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সেটা দেশের জন্য আরো ভয়াবহ হবে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন হয়ে গেলেই যে দেশে গণতন্ত্র কার্যকর হবে, তা নয়। আগামী নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার। এমন নির্বাচন যদি না হয়, তবে দেশে আরো ভয়াবহ পরিণতি হতে পারে। গতকাল শনিবার ‘জাতীয় নির্বাচন : গুজব ও সহিংসতা প্রতিরোধে সম্প্রচার মাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এ সময় বদিউল আলম আরো বলেন, গত নির্বাচনে অনেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমি চিন্তিত যে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যদি মতামতের প্রতিফলন না ঘটে, আবারো যদি ভোটাধিকার থেকে মানুষ বঞ্চিত হয়; তাহলে তারা হাল ছেড়ে দিতে পারে, হতাশ হতে পারে, আস্থা হারিয়ে ফেলতে পারে।

তিনি বলেন, আস্থাহীনরা ভিন্নভাবে সমাধানের পথ খোঁজে, যা অত্যন্ত বিপদ, ভয়ানক, কখনো নৃশংস হয়ে ওঠে। তাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হওয়া, কার্যকর হওয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার হাতে সমস্যার সমাধান হওয়া অতীব জরুরি।

মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ’র প্রধান ও এসএটিভির অ্যাসাইনমেন্ট এডিটর এমএম বাদশার সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, চ্যানেল ২৪-এর বার্তা প্রধান রাহুল রাহা, ইনডিপেনডেন্ট টিভির সিএনই আশীষ সৈকত, এসএটিভির সিএনই ফেরদৌস মামুন প্রমুখ।

এ সময় গুজব বা অপপ্রচার চালিয়ে জাতীয় নির্বাচনে সহিংসতা ছড়ানোর জন্য দেশি বিদেশি বেশ কয়েকটি সংস্থা সক্রিয় বলে মন্তব্য করে মনিরুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য গুজব একটি বড় চ্যালেঞ্জ। এ নির্বাচনে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কা রয়েছে। এ জন্য আলাদা মনিটরিং সেলসহ বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads