• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অবশেষে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয়

অবশেষে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৯

দেশে ডেঙ্গু রোগের নাজুক পরিস্থিতির মধ্যে বিদেশ সফরে গিয়ে প্রশ্নের মুখে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত রাত থেকেই সংকটময় পরিস্থিতির মধ্যে তার বিদেশ সফর নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদেশ সফর সংক্ষিপ্ত করে রাতে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী গতকাল বুধবার রাতে দেশে ফিরেছেন। আজ দুপুরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার। সেখানে তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। তার আগে তার মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মালয়েশিয়ায় গিয়েছিলেন। তবে সরকারি কোনো কাজে তিনি যাননি। গত ২৮ জুলাই সপরিবার মালয়েশিয়া গেছেন। নির্ধারিত কর্মসূচি মোতাবেক আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

গত সোমবার মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত মোতাবেক ডেঙ্গু ও বন্যার কারণে স্বাস্থ্য বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তদারক করতে স্বাস্থ্যমন্ত্রী তার নিজ দপ্তরে ডেঙ্গু রোগ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের মিনিস্টার মনিটরিং সেল গঠন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads