• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জুন ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৪৩ জন।

এ নিয়ে ভাইরাসটিতে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

তিনি জানান, মোট নমুনা পরীক্ষার ক্ষেত্রে ২০ দশমিক ৮৮ শতাংশের ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে, করোনায় নতুন যে ৪২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী সাতজন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি ল্যাবে ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads