• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আরেকবার সুযোগ দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন

ছবি : পিআইডি

সংসদ

সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী

আরেকবার সুযোগ দিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আমরা অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের কাজ শেষ করতে আরো কিছু সময় দরকার। জনগণ আমাদের ভোট দিলে আমরা সেই অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারব। আমাদেরকে আরেকবার সুযোগ দিন। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কেমন হবে, কেমন বাংলাদেশ রেখে যেতে চাই এটাই আমাদের চিন্তা। তাদের জন্য যেন সুন্দর বাসযোগ্য দেশ হয় সেটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। গতকাল সোমবার জাতীয় সংসদের শেষ অধিবেশনে সংসদ নেতার ভাষণে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হব। ইতোমধ্যে আমরা জাতিসংঘ ঘোষিত উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০২৪ সালের মধ্যে এর পূর্ণাঙ্গ স্বীকৃতি আসবে। এর জন্য সরকারের ধারাবাহিকতা খুব দরকার। শেখ হাসিনা বলেন, আমাদের সরকারের শেষ সময় এসে গেছে। এটা সংসদের শেষ অধিবেশন। যদি কোনো দুর্ঘটনা না ঘটে বা যুদ্ধবিগ্রহ না ঘটে তাহলে এটাই শেষ অধিবেশন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনলে আমরা দেশকে দারিদ্র্যমুক্ত করব। তিনি বলেন, আমেরিকার মতো দেশে ১৮ শতাংশ দরিদ্র মানুষ আছে। আমাদের লক্ষ্য আমাদের দেশে দরিদ্রের হার আমেরিকার থেকেও নিচে নিয়ে আসা। আর সরকারের ধারাবাহিকতা থাকলে দারিদ্র্যমুক্ত দেশ গড়াও অসম্ভব নয়।

১৫ আগস্ট জাতির পিতাসহ আমাদের পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বিদেশে থাকার কারণেই হয়তো আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম। আশা-ভরসা কিছু ছিল না। ছয় বছর রিফিউজির মতো জীবন কাটিয়েছিলাম। তবে দেশের প্রতি চিন্তা ছিল, কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। এখন সেগুলো বাস্তবায়ন করছি।

’৯৬ সালে ক্ষমতায় আসার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসেছিলাম, তখন অনেক কাজ করেছিলাম। ২০০১ সালে নির্বাচনে না জিততে পারায় আমার অসমাপ্ত অনেক পরিকল্পনা ধ্বংস করে দেওয়া হয়। এরপর ২০০৮ সালে আবার আমরা ক্ষমতায় আসি। এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দিন বদলের সনদ বাস্তবায়ন করা হচ্ছে। মানুষের স্বপ্ন পূরণ করতে পারছি। অবকাঠামো উন্নয়ন করছি, বাজেট সাত গুণ বৃদ্ধি করেছি। নিজস্ব অর্থায়নে বেশিরভাগ প্রকল্প বাস্তবায়ন করছি। বাংলাদশের মানুষের মধ্যে আত্মমর্যাদাবোধ জেগেছে। পদ্মা সেতু নির্মাণ চ্যালেঞ্জ ছিল, সেটাও আমরা নিজের টাকায় করে চলেছি।

বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের রাজনৈতিক স্বাধীনতার সংগ্রাম সফল হয়েছে। এরপর থেকে আমাদের অর্থনৈতিক স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। কঠোর পরিশ্রম করে সৎ পথে থাকলে সেই যুদ্ধে সফল হওয়া সম্ভব। আমরা সেই পথেই হাঁটছি। জাতির পিতার স্বপ্ন পূরণ করাই আমাদের কর্তব্য।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ করব বলেছিলাম। তখন আমাদের অনেক কটূক্তি করা হয়েছে। কিন্তু আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, দেশের ৯০ ভাগ এলাকায় ব্রডব্যান্ড দিয়েছি, ১৬ কোটি মানুষের মধ্যে ১৫ কোটি সিম ব্যবহার হয়। দেশের মানুষ আমাদের ভোট দিয়েছিল, আমরা তার মর্যাদা রেখেছি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে গতকালের সংসদে বেশিরভাগ মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads