• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পাষাণের বিনিময়ে নাকাব

সংগৃহীত ছবি

শোবিজ

পাষাণের বিনিময়ে নাকাব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

কলকাতায় ২১ সেপ্টেম্বর মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি। তার আগে শোনা গিয়েছিল কলকাতার পাশাপাশি ছবিটি একই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে। কিন্তু আইনি জটিলতার কারণে ছবিটি আর সে সময় মুক্তি পায়নি। অবশেষে সব ‘বাধা’ পেরিয়ে ‘পাষাণ’ ছবির বিনিময়ে কলকাতার ‘নাকাব’ ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর থেকে ছবিটি বাংলাদেশি দর্শক দেখতে পাচ্ছেন।

২৭ সেপ্টেম্বর সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। শুক্রবার থেকে দেশের ১১১ প্রেক্ষাগৃহে ‘নাকাব’ ছবিটি মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ জানান, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর বেশ প্রশংসা করেছেন।

‘নাকাব’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। কখনো তিনি গ্যাংস্টার, আবার কখনো পুলিশ সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে শাকিব বলেন, ‘প্রত্যেকটা কাজের সময়ই চেষ্টা করি সর্বোচ্চটা দিয়েই করার জন্য। নির্মাতা আমাকে যেভাবে গাইড করেছেন, আমি সেভাবেই নিজেকে পরিচালিত করেছি। ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে যে ধরনের আগ্রহ দেখছি, তাতে করে বেশ ভালোই লাগছে। ছবিটিতে দর্শক নতুন অনেক কিছুই দেখবে।’

ছবিটি মুক্তি পাওয়ার আগে এক ভিডিওবার্তায় শাকিব খান বলেন, ‘এ ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি, দর্শকরা দেখে বেশ আনন্দ পাবে। বিশেষ করে বাচ্চারা। কলকাতায় ছবিটি দেখার পর অনেকেই বেশ প্রশংসা করেছে।’

অভিনয়ে প্রায় দুই দশকের ক্যারিয়ারে বহু চরিত্রে দেখা গেছে শাকিবকে। কিন্তু এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছেন বলে দাবি ঢাকাই ছবির এ শীর্ষ নায়কের।

কলকাতার নামী প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ছবিটি প্রযোজনা করেছে। এতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।

শাকিব ছাড়াও এ ছবিতে রুদ্রনীল ঘোষ, খরাজ মুখোপাধ্যায়সহ অনেকেই অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস।

ছবির গল্পে দেখা যাবে অদ্ভুত ক্ষমতার অধিকারী এক শাকিবকে। তিনি চাইলেই মৃত মানুষের রূপ ধারণ করতে পারেন। মৃত থেকে জীবিত হয়ে কথা বলেন, চলাফেরাও করতে পারেন শাকিব। হঠাৎ তার সঙ্গে এক ভূতের দেখা হয়, যে জীবিত অবস্থায় দুজনকে হত্যা করে। সেই ভূতগুলো দেখতে আবার হুবহু নায়কের মতো।

এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। শাকিবও নিজেকে নির্দোষ প্রমাণ করতে ভূতকে আইনের হাতে তুলে দিতে চান। আসল শাকিব ও ভূত শাকিবকে খুঁজতে গিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads