• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
বিএনপি নেতা সালাহউদ্দিনের মামলার রায় ১৫ নভেম্বর

সালাহউদ্দিনের মামলার রায় ১৫ নভেম্বর

প্রতীকী ছবি

আইন-আদালত

ভারতে অনুপ্রবেশ

বিএনপি নেতা সালাহউদ্দিনের মামলার রায় ১৫ নভেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় শিলংয়ের আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের রায়ের দিন পিছিয়ে ১৫ নভেম্বর ধার্য করা হয়েছে। গতকাল রায় ঘোষণার দিন ধার্য থাকলেও বিচারিক হাকিম ডিজি খার সিং উপস্থিত না হওয়ায় রায়ের নতুন দিন ধার্য করা হয়। 

শিলংয়ে থাকা সালাহউদ্দিন আহমেদের ঘনিষ্ঠজনরা জানিয়েছিলেন, রায় ঘোষণার কথা থাকায় সালাহউদ্দিন আহমেদকে আদালতে হাজির করা হয়। উপস্থিত হন তার স্ত্রী হাসিনা আহমেদসহ স্বজনরাও। এ নিয়ে মামলার রায়ের দিন পাঁচ দফা পেছানো হলো। গত ২৫ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষণা করেন। কিন্তু পরে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। ১৯৪৬ সালের ১৪ ধারা অনুযায়ী, ভারতে অবৈধ অনুপ্রবেশ আইনে করা মামলায় ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় শিলং পুলিশ। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের সাজা হতে পারে সালাহউদ্দিন আহমেদের।

অভিযোগে বলা হয়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের শিলংয়ে আকস্মিক উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তিনি ভারতে এসেছেন। এ মামলায় আদালত সালাহউদ্দিন আহমেদের বক্তব্য রেকর্ড করেন। এ ছাড়া তাকে শিলংয়ে পাওয়ার পর যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, সেই হাসপাতালের দুই চিকিৎসকসহ ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি আইসি ঝাঁ জানান, সালাহউদ্দিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। এ বিষয়ে সব তথ্যপ্রমাণ আদালতের কাছে হাজির করা হয়েছে।

অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের আইনজীবী এসপি মোহন্ত আদালতে বলেছেন, সালাহউদ্দিন আহমেদ কীভাবে ভারতে এসেছেন তা আদালতে উপস্থাপন করা হয়েছে। তাকে কে বা কারা বাংলাদেশ থেকে তুলে নিয়েছিল, এমন খবর বাংলাদেশের সংবাদপত্রে রয়েছে। তাই তিনি মনে করেন, এ মামলায় সালাহউদ্দিন আহমেদ খালাস পাবেন।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অচেনা মুখোশধারী অপহরণকারীরা সালাহউদ্দিন আহমেদকে গুপ্তস্থানে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। তখন থেকে দীর্ঘ ৬৩ দিন নিখোঁজ থাকার পর একই বছরের ১১ মে সালাহউদ্দিন আহমেদকে মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ লিঙ্ক মাঠে পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads