• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমার শানুর সঙ্গে গাইলেন পড়শী

ছবি : সংগৃহীত

শোবিজ

কুমার শানুর সঙ্গে গাইলেন পড়শী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৯

উপমহাদেশের খ্যাতিমান গায়ক কুমার শানুর সঙ্গে গাইলেন দেশের আলোচিত সংগীতশিল্পী পড়শী। তারা প্রথমবারের মতো একটি দ্বৈত গানে কণ্ঠ দেন। সেই সঙ্গে এবারই প্রথম পড়শী একজন আন্তর্জাতিক তারকার সঙ্গে গান গাইলেন।

‘মনের গহীনে’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার শ্রী প্রীতম। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন কুমার শানু। পড়শীও তার কণ্ঠ দিয়েছেন এই গানে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পড়শী বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। কুমার শানুর মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে গান গাইতে পেরেছি। আমি ছোটবেলা থেকেই তার গানের ভক্ত। আজ তার সঙ্গে গাইতে পেরে সম্মানিত বোধ করছি। আমি অনেক কৃতজ্ঞ এই গানের সুরকার প্রীতমদার কাছে। তিনিই আমাকে এমন একটি সুযোগ করে দিয়েছেন।’

এদিকে ‘মনের গহীনে’ গানটি নিয়ে একটি টেলিফিল্মও নির্মিত হবে বলে জানা যায়। এটি নির্মাণ করবেন এ আর শাহমির। এই গানকে ঘিরেই গল্প রচনা করছেন তিনি। আগামী মাসেই এর শুটিং হবে। তবে এখনো অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত হয়নি।

নিজের ক্যারিয়ারের প্রাপ্তি প্রসঙ্গে পড়শী বলেন, ‘ভক্তদের ভালোবাসাই আমার সব প্রাপ্তি। তবে এই প্রাপ্তির পেছনে সবচেয়ে বেশি অবদান আমার মা আর ভাইয়ের। তারাই আমাকে হাতে ধরে ধরে যেন শিখিয়েছেন। তবে যখন আমি স্টেজে উঠি গান করার জন্য, তখন দর্শকের আবেগ যে কতটা ভালো লাগে তা বলে আসলে বোঝাতে পারব না। তারা আমাকে এত অল্পসময়ে আপন করে নিয়েছেন, এর চেয়ে আর কী প্রাপ্তি থাকতে পারে! আমার অপ্রাপ্তির তেমন কিছুই নেই। আমি সবার থেকে ছোট এজন্যই সবার আদরে থাকি। কিন্তু একটি বিষয়ে খুব খারাপ লাগে। সামনে এসে কিছু না বলে পেছনে নানা ধরনের কথা বলা।’

গানের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন এ তারকা। তবে অভিনয় স্রেফ শখের বসে করেন বলে জানান পড়শী। বলেন, আমি আসলে গায়িকা, নায়িকা নই। তাই আমি গান নিয়েই থাকতে চাই। যে কয়েকটি করেছি সেগুলো খুব কাছের মানুষের অনুরোধে করেছি। আমি একটি সিনেমায় কাজ করেছিলাম— ছবির নাম ‘মেন্টাল’। এই ছবির নায়ক চিত্রনায়ক শাকিব খান। এ ছাড়া কয়েকটি নাটকেও কাজ করেছিলাম। আসলে সেগুলো ছিল মূলত শখের বসে। এ ছাড়া অভিনয়ের বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছি। ভালোবাসা দিবসের একটি নাটকেও অভিনয় করার কথা ছিল। তবে স্টেজ শোর ব্যস্ততার কারণে করা হয়নি। ’

গান নিয়েই থাকতে চান পড়শী। বলেন, ‘আমি খুব ছোটবেলা থেকেই গান ভালোবাসি। আর গান নিয়েই সারা জীবনই থাকতে চাই। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। যেন সামনে আরো ভালো ভালো গান উপহার দিতে পারি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads